নইডা র ১০০মিটারের দুটি ৪০ তলা ভবন বারুদ পুড়ে গুঁড়িয়ে দেওয়া হল
নয়া ঠাহর ,নয়া দিল্লির কাছে নইডা র দুটি বেআইনি ভাবে নির্মিত একটি ১০০মিটার উচ্চতা বিশিস্ট অপরটি ৯৮ মিটার উচ্চতা বিশিষ্ট যুগ্ম ভবন আজ গুঁড়িয়ে দেওয়া হয়। তিন হাজার কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। ২০১৩ সালে নির্মিত এই বহুতল বিশিষ্ট ভবন গুঁড়িয়ে দেওয়ার আগে ৫০০ মিটারের মধ্যে ১৪৪জারি করে সব মানুষ কে সরিয়ে দেওয়া হয়। হাসপাতালে ৫০টি বেড রেডি করে রাখা হয়েছিল।কোনো অঘটন ঘটে নি। তবে কয়েকটি বাড়ির প্রাচীর চিড় ধরেছে ।মাত্র ৯সেকেন্ডে টুইন ধংস হয়।চারপাশ ধুলো ধুঁয়া তে ঢেকে যায়। মাটির উপর হেভি চাপ হটাৎ হ্রাস পাওয়ায় দিল্লি ও আশেপাশে অঞ্চলে ভূমি কম্পের সম্ভবনা বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
কোন মন্তব্য নেই