বিশিষ্ট কংগ্রেস নেতা গোলাম নবী আজাদ দল ছাড়লেন
নয়া ঠাহর,গুয়াহাটি: সোনিয়া গান্ধী দল পুনর্গঠন করতে পুত্র রাহুল , কন্যা প্রিয়াঙ্কা কে ছাড়তে চান না দলে রাখবেই।তা পছন্দ করেছেন না কংগ্রেস দলের সিনিয়র নেতারা। এবার বড় ধাক্কা দিল গোলাম নবী আজাদ।তার সঙ্গে জম্বু কাশ্মীরের এক ঝাঁক নেতা কংগ্রেস ছাড়লেন। এই দুর্দিনেও সোনিয়া পরিবার তান্ত্রিক কংগ্রেস চালাতে চাইছেন। রাহুল টুইট করে বিজেপি কে আক্রমণ করেন, আর মাঝে মাঝে বিদেশে গিয়ে ছুটি কাটানো ছাড়া কাজ নেই।আগামী লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস দলের বহু নেতা দল ছাড়বেন বলে রাজনৈতিক মহলের খবর।
কোন মন্তব্য নেই