Header Ads

উত্তর পূর্বের তিন কবি আর্ন্তজাতিক বাংলা চ্যানেলে সম্মানিত

উত্তর-পূর্ব ভারতের তিন বিখ্যাত কবিকে আন্তর্জাতিক বাংলা চ্যানেলের সম্মাননা 

নয়া ঠাহর প্রতিবেদন, নুতন দিল্লি -  আন্তর্জাতিক বাংলা চ্যানেল *NRB News24.com* থেকে  বাংলা সাহিত্যের চর্চার জন্য সম্মাননা পেলেন  ত্রয়ী  কবি - আশুতোষ দাস,  কস্তুরী হোম চৌধুরী,  যমুনা লরেনজ্যাম। 
কবি ও চিত্রনাট্যকার আশুতোষ দাস আসামের বরাক উপত্যকার হাইলাকান্দি জেলা থেকে নানান সৃজনী কাজের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছেন। কবি আশুতোষ দাস লিখেছেন ১২টি জাতীয় স্তরের টেলিফিল্মের চিত্রনাট্য। তার আছে ১৩টি বিভিন্ন ধরনের গদ্যপদ্যর বই। তার লিখিত বইগুলোর মধ্যে 'মালিনীবিলের আখ্যান' এক  ঐতিহাসিক গবেষণা ধর্মী উপন্যাস। আশুতোষ দাসের লেখা নিয়ে গবেষণা করেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ইয়াসমিন নীহার। কবির লেখা অনুবাদ  হয়েছে বিভিন্ন ভাষায়। "বেলাভূমি" লিটল ম্যাগাজিনের সম্পাদক আশুতোষ দাস। 
মনিপুরের বিশিষ্ট লেখিকা ও শিক্ষাবিদ  যমুনা লরেনজ্যাম বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতা অনুবাদের জন্য সম্মান পেয়েছেন। তিনি আধুনিক মনিপুরী সাহিত্যের  অনত্যম প্রধান কবি ও লেখিকা। জন্মসূত্রে আসামের কাছাড় জেলার বাসিন্দা। বিবাহ সূত্রে চলে যান মনিপুরে। বাংলা ভালো জানেন তিনি।
বর্ষীয়ান কবি বহু প্রতিভাধর শিক্ষাবিদ কস্তুরী হোম চৌধুরী  তার  বহু বৈচিত্র্যময় লেখার জন্য  এই আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন।  'আম্রপালী' নামে একটি লিটল ম্যাগের সম্পাদিকা তিনি। কস্তুরী  হোম চৌধুরীর  গদ্য ও  পদ্য ইত্যাদি  নানান ধরনের তার  অনেক বই রয়েছে। 
উল্লখ্য, এই তিনজনই  *NRB News24.com*-এর নানান ভার্চুয়াল প্রোগ্রামে অংশগ্রহণ করছেন বিভিন্ন সময়ে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.