Header Ads

গুয়াহাটি নিকলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চরম গাফিলতির বলি হল ৪ বছরের শিশু স্নিগ্ধা শিখা দাস

নয়া ঠাহর গুয়াহাটি: গরমের ছুটির পর ৪আগস্ট গুয়াহাটি ছাত্রীবাড়ির নিকলস উচ্চ  মাধ্যমিক  বিদ্যালয়ের   ছাত্রীদের  ৩৩ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে  ঘন্টা দুয়েক প্রখর রোদে  খোলা মাঠে দাঁড়া  করার ফলে বহু ছাত্র  অসুস্থ  হয়ে  পড়ে    প্রাথনা  সভার পর  আরো  এক শোক সভা ছিল  ।এর ফলে   অন্যান্যদের সঙ্গে ওই বিদ্যালয়ের  ক্লাস ফোরের ছাত্রী স্নিগ্ধা শিখা দাস ,মাত্র ১০ বছর গুরুতর অসুস্থ হয়ে পড়ে। হাসপাতাল এ  ৬ তারিখে মারা যায়। বিদ্যালযের প্রিন্সিপ্যাল Ting janen Manchong   ও অন্যান্য শিক্ষক রা  কোনো গুরুত্ত দেননি। প্রখর রোদে  প্রার্থনা সভা আবার এক শোক সভাতে  কচি কচি   ছাত্রী,ছাত্রদের আটকে রেখে যে  চরম অপরাধ করেছে  তার বিচারের জন্যে মুখ্যমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রীর   হস্তক্ষেপ দাবি করেছেন   ছাত্রীর বাবা   কালাপাহার  এলাকার বাসিন্দা  আইনজীবী তথা সারা অসম বাঙালি যুব  ছাত্র ফেডারেশনের   প্রতিষ্ঠাতা সভাপতি সহদেব দাস।  বিদ্যালয়ের অভিভাবক রাও কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.