মাদকের বিরুদ্ধে এন এস ইউ আইএর বিক্ষোভ
নগাঁওতে ড্রাগসের বিরুদ্ধে এন এছ ইউ আইর বিক্ষোভ##
সুনীল রায় নগাঁও ২৫আগষ্ট :- আজ নগাঁও জেলা এন এছ ইউ আইর সদস্য সকলে ড্রাগসের প্রচলন বন্ধ করার দাবীতে নগাঁও জেলা শাসকের কার্য্যালয়ের সম্মুখে বিক্ষোভ কার্যসূচী রূপায়ন করে। বিক্ষোভ কারী সকলে ড্রাগস মাফিয়া হুসিয়ার , নগাঁও পুলিশ হায় হায় এইধরনের বিভিন্ন শ্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তুলে।কার্যসৃচীর পর সংগঠনটির সদস্য সকলে এই সম্পর্কে জেলা শাসকের মাধ্যমে মূখ্যমন্ত্রী কে একটি স্মারকপত্র প্রেরন করে।
কোন মন্তব্য নেই