Header Ads

মাদকের বিরুদ্ধে এন এস ইউ আইএর বিক্ষোভ

নগাঁওতে ড্রাগসের বিরুদ্ধে এন এছ ইউ আইর বিক্ষোভ##
সুনীল রায় নগাঁও ২৫আগষ্ট :- আজ নগাঁও জেলা এন এছ ইউ আইর সদস্য সকলে ড্রাগসের প্রচলন বন্ধ করার দাবীতে নগাঁও জেলা শাসকের কার্য্যালয়ের সম্মুখে বিক্ষোভ কার্যসূচী রূপায়ন‌ করে। বিক্ষোভ কারী সকলে ড্রাগস মাফিয়া হুসিয়ার , নগাঁও পুলিশ হায় হায় এইধরনের বিভিন্ন শ্লোগান দিয়ে  পরিবেশ উত্তাল করে তুলে।কার্যসৃচীর পর সংগঠনটির সদস্য সকলে এই সম্পর্কে জেলা শাসকের মাধ্যমে মূখ্যমন্ত্রী কে একটি স্মারকপত্র প্রেরন করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.