Header Ads

কবিগুরুর প্রতি ব্যাতিক্রমী শ্রদ্ধা কমলিকা চক্রবর্তী র

নয়া ঠাহর প্রতিনিধি,কলকাতা, তুই ফেলে এসেছিস কারে, মন মনরে আমার .......
 রবীন্দ্র গানের ভিডিও বানিয়ে কবিগুরুর ৮২ তম প্রয়াণ দিবসে কবিগুরুর প্রতি ব্যতিক্রমী শ্রদ্ধা জানালেন বাংলার উঠতি সংগীত শিল্পী কমলিকা চক্রবর্তী।সোমবার কবিগুরুর প্রয়ানে দিবসে সামাজিক মাধ্যমে রিলিজ হয় কমলিকার মিউজিক ভিডিওটি। নদিয়া জেলার রাণাঘটের মেয়ে কমলিকার গানের হাতেখড়ি  সংগীতা বসুর কাছে। পরে গান শিখেছেন কলকাতায়ও। পশ্চিমবাংলার বাইরে  বাংলাদেশের একুশে টিভি সহ  বহু টিভি চ্যানেলে গান গেয়েছেন অনুষ্ঠান সঞ্চালনা করে কুড়িয়েছেন সুনাম।কমলিকার গানের ফ্যান আগরতলার শ্রোতারাও।  রবীন্দ্র গান লোকগান আধুনিক বাংলা গান সহ ভিন্ন ভিন্ন ধারার গানে দর্শকদের মুগ্ধ করেছেন কমলিকা।  ২০১৮ সালে দুবাইতে গ্লোবাল মিউজিক এওয়ার্ড পেয়েছেন কমলিকা৷ নিজের সুন্দর সুন্দর ছবি আর  গানের ভিডিও প্রায়শই সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজেকে জীবন্ত রাখা কমলিকার লক্ষ্য - একজন ভালো শিল্পী হওয়া৷ সেই লক্ষ্যেই প্রতিদিন একটু একটু করে এগুচ্ছেন  কমলিকা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.