Header Ads

অধ্যাপিকা মুক্তিদেব চৌধুরী চলে গেলেন

নয়া ঠাহর,গুয়াহাটি:   অধ্যাপিকা  মুক্তি দেব চৌধুরী  না ফেরার দেশে চলে গেলেন। বহুদিন অসুস্থ ছিলেন।  বাংলা সাহিত্যের অধ্যাপিকা মুক্তিদেব  বহু গ্রন্থের প্রণেতা । কটন কলেজের প্রাক্তন অধ্যাপিকা র স্বামী  ছিলেন  বিশিষ্ট সাংবাদিক  রবিজিত চৌধুরী ,  পুত্র শঙ্খদীপ চৌধুরীও সাংবাদিকতা করেন।  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ওপর  তিনি পি এইচ ডি করেছিলেন।  অবিভক্ত সিলেট জেলার রমেন্দ্র মোহন দেব , মা  স্নেহ লতা দেবের কন্যা মুক্তি দেব চৌধুরি অসমীয়া, বাংলা ,ইংরেজি ভাষাতে লিখতেন।তার প্রকাশিত গ্রন্থ১৪টি। গানের  জগতে  ও   তিনি ছিলেন।  অসম সরকার তাকে সমাজ কল্যাণ বিভাগ ও ভাষিক উন্নয়ণ দফতরের চেয়ারম্যান পদে বসিয়েছিলেন।  দেশ ভাগের যন্ত্রনা,  ছিন্নমূল মানুষদের নিয়ে অনুভব ব্যক্ত করতেন ,   বিষয় টি নিয়ে ও  লেখা লিখি করতেন ।তার মৃত্যুতে  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা , যুগসংখ  পত্রিকার কর্ণধার বিজয় কৃষ্ণ নাথ, অধ্যাপক প্রশান্ত চক্রবর্তী ,  রবীন্দ্র গবেষক ঊষা রঞ্জন ভট্টাচার্য   , সহ বহু বিশিষ্ট ব্যক্তি শোক প্রকাশ করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.