Header Ads

সম্পত্তি পেলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিন ;মমতা বন্দ্যোপাধ্যায়

নয়া ঠাহর',,কলকাতা:  পশ্চিমবঙ্গে  মমতা   সরকারের রাজত্বকালে প্রায় ৭৫হাজার  শিক্ষক এর চাকরির বিনিময়ে ১০লাখ থেকেব১২লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়।  ইডি ২০১১সাল থেকে  হিসাব  দাখিল করতে বলেছে।  গরু পাচার চক্রে আর কয়লা  দুর্নীতি তে জড়িয়ে কয়েক হাজার কোটি টাকা কামিয়েছে অনুব্রত মন্ডল  ,তার ১৬০টি সম্পত্তির সন্ধান পেয়েছে ইডি সিবিআই। মুখ্যমন্ত্রী বলছেন  তাদের হাতে এক লাখ অনুব্রত মন্ডল  আছে। এই কেলেঙ্কারির সঙ্গে অভিষেক  এর  যোগ আছে বলে ইডি দাবি করে তাকে তলব করেছে। পুলিশ সহ নানা বিভাগে নিয়োগে  ব্যাপক দুর্নীতি হয়েছে  ।মুখ্যমন্ত্রী দিশেহারা, তার পরিবারের সম্পত্তির উপর ইডি নজর ফেলেছে।  আজ মুখ্যমন্ত্রী বলছেন তার যদি   সম্পত্তি থেকে থাকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিক।  পরিবারের অন্য সদস্যদের খবর তার জানা নেই।  এই  লাগাম ছাড়া দুর্নীতি দেখে তিক্ত বিরক্ত সাংসদ জহর সরকার পদত্যাগ করতে চেয়েছেন। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.