করিমগঞ্জ নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে বদরপুর জুম বস্তিতে অনুষ্ঠান
*করিমগঞ্জ নেহেরু যুব কেন্দ্র*
*উদ্যোগে ডেভেলপমেন্ট প্রোগ্রাম বদরপুর জুমবস্তিতে....*
*লাখি দেব বদরপুর:*
ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বশাসিত শাখা নেহেরু যুব কেন্দ্র করিমগঞ্জ এর উদ্যোগে বদরপুরে সম্পূর্ণ হয় ব্লক ভিত্তিক ইউথ ক্লাব ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ব্লকের বিভিন্ন ক্লাব, সংগঠন এবং মহিলা সমিতির কর্মকর্তাদের উপস্থিতিতে বদরপুর জুমবস্তি নেতাজি বিদ্যাভবনে ও ইউথ ক্লাব ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর মেহবুব আলম লস্কর, নেহেরুর যুব কেন্দ্র করিমগঞ্জ হিসাবরক্ষক দেবব্রত দাস, স্থানীয় বিজেপি নেতা দীপক দেব। রিসোস পার্সোন হিসাবে উপস্থিত থাকেন বদরপুরেরই ফারুক আহমেদ তার সঙ্গে উপস্থিত থাকেন নেতাজী যুব ছাত্র সংস্থা পক্ষ থেকে দিলু দাস মহাশয়। ঐদিন উক্ত অনুষ্ঠানে কিভাবে নতুন ক্লাব গঠন করা যায় তার সঙ্গে যেগুলা ক্লাব আগে থেকে কাজ করছে সমাজে তাদেরকে কিভাবে নেহেরু যুব কেন্দ্রের সাথে সম্পর্ক গঠন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঐদিন অনুষ্ঠানে বদরপুরের বিভিন্ন অঞ্চল থেকে যুব ক্লাবের সদস্য সদস্যরা অংশগ্রহণ করেন। তৎ সঙ্গে ঐদিন ১০ জনের একটি দল গঠন করা হয় এবং ওই দল আগামী পাঁচ দিন মিলে সম্পূর্ণ বদরপুর অঞ্চলে বিভিন্ন এলাকাতে ক্লাব গঠন করবে এবং আগে থেকে যেগুলো ক্লাব রয়েছে সেগুলোকে নেহেরু যুব কেন্দ্রের সাথে সম্পর্ক গঠন করে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে।ঐ দিন থেকে মাসবিয়াপি বৃক্ষ রোপন কার্যক্রম এর সূচনা হয় এবং ৩০ আগস্ট ঐ কার্যসুচি সপুর্ণ হয়। উক্ত অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল যুবশক্তি বদরপুর। উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের এন ওয়াই ভি রোহিত দে,প্রাক্তন এন ওয়াই ভি রাহুল দে, যুবশক্তি সদস্য উপস্থিত থাকেন।
কোন মন্তব্য নেই