Header Ads

পুলিশ ,সি আর পি এফ তে রঙা নিয়ে পদ যাত্রা

নগাঁওতে পুলিশ, সি আর পি এফের হাতে হাতে ত্রিরংগা নিয়ে পদযাত্রা।
সুনীল রায় নগাঁও ৬আগষ্ট :- দেশের ৭৫বছরের স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সরকারী  বেসরকারী অনুষ্ঠান- প্রতিষ্টানে পালন করা পরিলক্ষিত হয়েছে"আজাদী কা অমৃত মহোৎসব" কার্যসৃচী।এই কার্য্যসূচীর সাথে সংগতি রেখে আজ সকালে নগাঁও পুলিশ প্রশাসন,নগাঁওস্থিত ৩৪নং সি আর পি এফ বাহিনীর জোযান‌সকলে হাতে হাতে ত্রিরংগা পতাকা নিয়ে এক পদযাত্রা বের করে।নগাঁও জেলার কঠিয়াতলী রেংবেঙের হতে বরঘাট বাইপাস হয়ে নগাঁও শহরে প্রবেশ করে জোয়ান সকলে কাতিমারীস্থিত ৩৪নং সি আর পি এফের সাউনিতে পদযাত্রা অন্তিম পরে।পদযাত্রা করা জোয়ান সকলে হর হর ত্রিরংগা, ভারত মাতা কি জয় এই ধরনের ধ্বনি দিয়ে রাজপথ মূখরিত করে তুলে। দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নব-প্রজন্মের মধ্যেবিলিয়ে দেওয়ার জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে তারা সাংবাদিকের কাছে উল্লেখ করে।আন্যদিকে এই ত্রিরংগা যাত্রার সময়ে পদযাত্রাকারীদলটি রাস্তার কাছে খারা হয়ে থাকা জনগনে হাত জোকিয়ে , চাপরি  বাজিয়ে আদরণি জানানো পরিলক্ষিত হয়।পদযাত্রাকারী দলটি প্রায় ৩৫কিলোমিটার পথ অতিক্রম করে। দেশের প্রত্যেকজন নাগরিক স্বাধীন এই কথা অনুভব করতে আজ এই পদযাত্রা করা হয়েছে বলে জোয়ান সকলে জানতে দেয় ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.