তৃণমূল দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবি আই -এর ম্যারাথন জেরা
নয়া ঠাহর , কলকাতা : তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ২০১৫ সাল থেকে গরু পাচারের ব্যবসা শুরু করে।তার দেহরক্ষী সাইগল হোসেন আর এনামুল হক এই ব্যবসা থেকে টাকা তুলে অনুব্রত কে দিত ।বছরে ২৪ কোটি টাকা অনুব্রত কে দেওয়া হত সেই টাকার ভাগ নিত তৃণমূল নেতারা । মুখ্যমন্ত্রীর ঘনিষ্ট অনুব্রতর গ্রেফতারে জাতীয় রাজনীতিতে তৃণমূল কোন ঠাসা , । ওদিকে প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আর বান্ধবীর হেফাজতে র ৫০ কোটি টাকার উৎস জানা যায় নি। শিক্ষা বিভাগের দুই আধিকারিক সিবিআই জালে, ৭৫হাজার শিক্ষক নিয়োগে, শিক্ষক বদলিতে, ফুড ইন্সপেক্টর, ,পুলিশ নিয়োগে সব নিয়োগে লাখ লাখ টাকা লেন দেন হয়েছে বলে বিজেপি কংগ্রেস অভিযোগ করেছে। তাদের অভিযোগ ২০হাজার কোটি শুধু শিক্ষা বিভাগে দুর্নীতি হয়েছে। গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার , সিন্ডিকেট ,মদ ,মাদক ধরলে হিসাব করা যাবে না বলে বিরোধীদের অভিযোগ। অনুব্রত কে বাঁচাতে তৃণমূল পথে নেমেছে। বিজেপি কংগ্রেস বামপন্থী রাও আন্দোলনের পথে। মুখ্যমন্ত্রী মমতা কোনো কথা বলছেন না। ইডি ৮জন আই পি এস অফিসারকে কয়লা চুরি কান্ডে তলব করেছে দিল্লি তে। পাথর চোরাই ব্যাবসা তে টুলু মণ্ডল সিবিআই এর স্ক্যানারে।
কোন মন্তব্য নেই