Header Ads

তাপপ্রবাহ চলছে, জলাশয়ে জলের খোঁজে আকাশে তৃষ্ণাত্ব পরিযায়ী পাখী

 অমল গুপ্ত ,গুয়াহাটি:  বিশ্ব উষ্ণায়ন  আমাদের গ্রাস করেছে, আকাশ বাতাস গাছ পালা সব পুড়ে  যাচ্ছে ,গরম বাতাস ,গাছের পাতাও নড়ে না। রাতেও সমান গরম, রাত ২,৩০ মিনিটে তাপমাত্রা ছিল ২৭ডিগ্রি সেলসিয়াস ,অনুভব ছিল ৩৩ডিগ্রী ।,আজ  সকালে ছিল ৩৩ডিগ্রি  সেলসিয়াস।  জলবায়ু পরিবর্তনের  ভয়ঙ্কর প্রভাব।  পাহাড় প্রকৃতি ধ্বংস,বন জঙ্গল সব উজাড়, গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র সহ দেশের সব নদ নদী র জল দুষিত , কলকারখানা ,  শৌচালয়   নর্দমার   দুষিত বর্জ্য সব নদ নদী সাগরে পড়ছে ,সঙ্গে বিষ প্লাস্টিক তো আছেই, তা নিয়ন্ত্রনে র ক্ষমতা সরকারের নেই।।সব সহর গ্রাম গঞ্জে   তথাকথিত ডাস্টবিন।পরিষ্কার হয়না। প্রচন্ড কার্বন বিষ  ছড়াচ্ছে।  লক্ষ লক্ষ যান  বাহন থেকে তেল গ্যাস আকাশে বিষ কার্বন ছড়াচ্ছে ।দেশের ৮০কোটি মানুষ আর্সেনিক যুক্ত বিষ পান করছে।  দেশের সংসদ এই কথা বলেছে।" ঘরে  ঘরে     তে রঙা"" না করে ঘরে ঘরে   বিষ মুক্ত পানীয় জলের ব্যবস্থা করলে মানুষের প্রাণ  বাঁচানো যেতো।  উপকৃত হত,বৃষ্টির পরিমান কমে গেছে।   দেশে ৯০ শতাংশ তাপ বিদ্যুত  কয়লা থেকে উৎপাদন হয়।      রাশিয়া -ইউক্রেন লড়াই  চলছে   ।সেই রাষ্ট্র থেকে বেশির ভাগ কয়লা আমদানি করা হয়।  কয়লার আমদানি   ভয়ানক ভাবে কমে গেছে।  দেশে বিদ্যুৎ সংকট  চলছে।বিদ্যুৎ  খরচ কমানোর সরকারি আহবান কেউ  মানেনা।  বাবুদের  ঘরে ঘরে এ সি  .একটা নয় দুটি তিনটি করে।এক ঘরে এসি লাগিয়ে সবাই একই ঘরে  থাকার সরকারি পরামর্শ সরকার ই মানেনা। একশ্রেণীর মানুষ  দিব্যি রাতে  ঘুমান  আর ছাপোষা সাধারণ মানুষ হাঁস ফাঁস করে।  দেশে একদিকে প্রচন্ড তাপ প্রবাহ  চলছে অপর দিকে হিমাচল প্রদেশ ,উত্তরাখন্ড  ও অন্য উত্তরাঞ্চলে ব্যাপক ধস  ,   বৃষ্টি   বন্যা  প্রাকৃতিক দুর্যোগ , প্রায় ৩০ জন মারা গেছে। দেশের এক প্রান্তে  তাপমাত্রা নামছে না, ওপর দিকে বৃষ্টি   বন্যা। কয়েকদিন আগে দেখা গেল বৃষ্টির অভাবে থাকা  মরু রাজ্য  রাজস্থানের যোধপুর স্টেশন বন্যা তে ডুবে  গেছে। দেশের প্রাকৃতিক ভারসাম্য  নষ্ট হয়ে গেছে।  মানুষ যদি  পরিবেশ নিয়ে সচেতন  না হোন।জলের অপচয় বন্ধ না করে , বিদ্যুৎ ব্যবহার কম না করে,  ব্যাপক হারে গাছ লাগানোর ক্ষেত্রে এগিয়ে না আসে তবে আর বেশি দিন নেই করোনার মত সংক্রমন আবার আমাদের গ্রাস করবে। দেশের সাধারণ মানুষ তো নয়ই দেশের  মিডিয়া ,সংসদ পর্য্যন্ত  পরিবেশ  বিপর্যয়  নিয়ে  দূষণ  নিয়ে   মোটেই  চিন্তা করে না। সবাই মসনদ নিয়ে ব্যস্ত  । সামনে ভয়ঙ্কর দিন আসছে।  
  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.