ভয়ে বিলকিসের গ্রাম ছাড়ছেন মুসলিমরা
নয়া ঠাহর,কলকাতা: ২০০২সালে গুজরাতের সাম্প্রদায়িক দাঙ্গার সময় পাঁচ মাসের অর্ন্তসত্তা বিলকিস বানুকে গণ ধর্ষণ ও তার পরিবারের ৭সদস্য কে হত্যার নারকীয় ঘটনা ঘটে।এই ঘটনায় প্রধান অভিযুক্ত ১১,জনের জেল জরিমানা হয়। ১৫আগস্ট তাদের ছেড়ে দেওয়া হয়।জেল থেকে বেরলে তাদের গলায় মালা পড়িয়ে স্বাগত জানানো হয়।১১জন অপরাধী ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে রাধিকপুর থানা অঞ্চলে বিলকিসের প্রতিবেশী রা ভয়ে আতঙ্কে গ্রাম ছাড়তে শুরু করেছে। পুলিশ বলছে ভয় পাওয়ার এমন কিছু ঘটেনি। এই ঘটনা সারা মুসলিম বিশ্বে নিন্দার ঝড় উঠেছে বলে সংবাদ সূত্র দাবি করেছে।
কোন মন্তব্য নেই