অসমের একাংশ কে নিয়ে কোচবিহারকে কেন্দ্র শাসিত রাজ্য করা হবে?
নয়া ঠাহর, গুয়াহাটি: কোচ রাজবংশী উপজাতি গোষ্ঠীর রাজা অনন্ত রায় মহারাজ দাবি করেছেন প্রধানমন্ত্রী,স্বরাষ্ট্রমন্ত্রী র অনুমোদন ক্রমে কোচবিহার রাজ্য গঠন করা হবে।অসমে র কোকরাজার, চিরাং, ধুবরী , গোয়ালপাড়া কে অর্ন্তভুক্ত করে কোচ বিহার কেন্দ্র শাসিত রাজ্য গঠন করা হবে।এন ডি ২৪ এর সাংবাদিক কোচ রাজা র সঙ্গে এক সাক্ষাৎকারের পর একথা জানা গেছে। অনন্ত রায় মহারাজ বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একজন তাঁর ভালো বন্ধু। দাবি করেন আগামী লোক সভা নির্বাচনের
কোন মন্তব্য নেই