Header Ads

কান্দি রাজ কলেজের প্রতিস্থাপক অধ্যক্ষ ডি এল দাস এর প্রতিমূর্তি স্থাপনের দাবি প্রভাস গুপ্তের

নয়া ঠাহর ,কলকাতা:কান্দি কলেজের কৃতি ছাত্র প্রভাস কুমার গুপ্ত    কান্দি শহরের সাহিত্য সংস্কৃতি   পরম্পরা র প্রতি  শ্রদ্ধা পোষণ করে বলেন কান্দি কলেজের প্রতিস্থাপক অধ্যক্ষ ডি এল দাস  বহু গরিব ছাত্র ছাত্রীর পড়াশুনার  ব্যবস্থা করে দিয়েছেন ।তার অবদান  অস্বীকার করা যাবে না।তার এক প্রতিমূর্তি কান্দি  কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠা করা হলে তাকে উপযুক্ত সম্মান জানানো হবে। জেম উচ্চ  মাধ্যমিক  বিদ্যালয়ের  প্রাক্তন   প্রিন্সিপ্যাল প্রভাস কুমার গুপ্ত বলেন  কান্দির  বিধায়ক অপূর্ব সরকার তে



 কান্দিতে বহু   মনীষীর প্রতিমূর্তি  বসিয়েছেন ।এবার  তার উদ্যোগে এই  প্রতিমূর্তি    নির্মাণ করা হলে খুশি হব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.