Header Ads

লামডিঙের" নন্দিনীর" জমজমাট কবি প্রণাম

নন্দিনীর জমজমাটি ২২শে শ্রাবণ

 নয়া ঠাহর  ,লামডিং :সোমবার লামডিং সাউথ হীল কলোনির নিয়তি ভবনে সন্ধ্যায় এক আনন্দ মুখর পরিবেশে ২২শে শ্রাবণ পালন করে নন্দিনী। মহিলা সংগঠন নন্দিনী আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজন চক্রবর্তী এবং তন্দ্রা আচার্য। ২২শে শ্রাবণের দিনটিতে বাঙালিকে আবেগে ভাসিয়ে পরপারে চলে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। তারপর আস্তে আস্তে মানুষ বুঝতে পারেন কেবল মাত্র কবির দৈহিক বিনাশ ঘটেছে, সৃষ্টির নয়। তাই কবিরই দেখানো পথে মানুষ তাঁর সৃষ্টিকে নিয়ে মেতে উঠল। কবির উদ্যোগে ১৩৪৮ বঙ্গাব্দ থেকে ২২শে শ্রাবণ দিনটি বৃক্ষ রোপণ উৎসব হিসাবে পালন করে আসছে শান্তিনিকেতন। 

অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজেশ বোস এবং বিজন চক্রবর্তী। পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন মণ্টুলাল আচার্য, সোমা চক্রবর্তী, নিয়তি আচার্য,মনোরঞ্জন গোপ, তাপস দাস এবং নন্দিনীর সকল সদস্য। জয়শ্রী আচার্যের পরিচালনায় উদ্বোধনী সঙ্গীত আনন্দলোকে এবং আগুনের পরশমণি পরিবেশন করেন নন্দিনীর সকল সদস্য। 
কবিতা আবৃত্তি করেন রাজেশ বোস, রুমা চৌধুরী, দীপ্তি দাশগুপ্ত। 
২২শে শ্রাবণ সম্বন্ধে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তন্দ্রা আচার্য। 
একক সঙ্গীত পরিবেশন করেন গীতা দে, জয়শ্রী মজুমদার, মণ্টুলাল আচার্য, দীপ্তি দাশগুপ্ত, পিউ দাস,শোভা আচার্য, বন্দনা লোধ, শিশু শিল্পী সৃষ্টি চক্রবর্তী, প্রিয়াদাস,দীপশিখা দাস,তন্দ্রা আচার্য, স্বপ্না গোপ, সেণ্টু চৌধুরী, জয়শ্রী আচার্য, বিশ্বজিত দাস পুরকায়স্থ, দীপম আচার্য ও প্রীতম আচার্য। তবলায় সকল শিল্পীদের সঙ্গে সঙ্গত করেন প্রদীপ রায়, দীপম আচার্য এবং মেরাকাসে তাপস দাস।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জয়শ্রী আচার্য। একটি ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠানের শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন রুমা চৌধুরী। অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করতে সহযোগিতা করেন স্বপ্না পাল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.