Header Ads

বিনা মূল্যের চিকিৎসা ,পড়াশুনা, রেশন সব বন্ধ করবে কেন্দ্র এই আশঙ্কার কথা বললেন অরবিন্দ কেজরিওয়াল

নয়া ঠাহর,কলকাতা:দেশের   বিনামূল্যে গরিবের চিকিৎসা ,বিনা ফিজ এ পড়াশুনা,  ভর্তুকি মূল্যে রেশন সব বন্ধ করে দেওয়া হবে  ।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক সাংবাদিক সম্মেলনে এই আশঙ্কার কথা ব্যক্ত করেন।তিনি বলেন  রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলো থেকে নেওয়া    ঋণ মুকুম করে দিয়ে সরকারের বন্ধু বড় বড়  ব্যবসায়ী দের সুবিধা করে দেওয়া  হচ্ছে। ৫লাখ টাকার ট্যাক্স মুকুব করে দিয়েছে।আর গরিবের  বিনামূল্যে চাল গমের উপর ট্যাক্স  বসানো হচ্ছে। রেশন  বন্ধ করা হবে। কেন্দ্র দেশ থেকে ট্যাক্স  সংগ্রহ করে রাজ্যগুলোকে  ৪২শতাংশ দিত এখন তা কমিয়ে ৩০শতাংশ দিচ্ছে। "অগ্নিবীর' যোজন্য চালু করে দেশের সেনাদের মর্য্যাদা  হানি করা হল। কেজরিওয়ালার  অভিমত সেনাদের পেনশনের হার বড্ড বেশি হওয়ার জন্যে এই নতুন স্কীম আনা হল। কেজরিওয়াল সরকারের  উপ নেতা  মনীশ  শীষদিয়া র বিরুদ্ধে লুক আউট  নোটিশ দিয়েছে ইডি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.