৭৮ বছরের" যুবক" বিজয় কৃষ্ণ নাথ প্রতিদিন ভোরে ১০,১২ কিলোমিটার হাঁটেন
নয়া ঠাহর,গুয়াহাটি:অসম তথা উত্তর পূর্বের অগ্রণী বাংলা সংবাদপত্র দৈনিক যুগসঙ্খ র কর্ণধার বিজয় কৃষ্ণ নাথ প্রতিদিন ভোরে ১০,১২কিলোমিটার হাঁটেন। ১০,১২টি সংবাদপত্র নিয়মিত পড়েন। ভোর থেকেই শরীর চর্চা , দেশ বিদেশের খবরা খবর রাখা ,ফোনের পর ফোন ধরা, এর মধ্যে লাল চা বিস্কুট ফল সবই চলে। খুবই কম খান । আবার সামাজিকতা ও আছে। দৈনিক যুগসংখ র কলকাতা ,শিলচর গুয়াহাটি সংস্করনের হেডলাইন কি হবে তার পরামর্শ দেন।কোন নিউজ যাবে তার কোন নিউজ যাবে না তার নির্দেশ ও দেন। গভীর রাতেও ফোনে পরামর্শ দেন মুখ্য সম্পাদক নাথ। তিনি অন্য দর্শনে বিশ্বাসী, জন্ম মৃত্যু র বৃত্ত ভেঙে চুরমার করে দিতে চান, ৭৮বছরের জীবন কে টপকিয়ে শত বছর পেরোতে চান।জীবন কে পুরোপুরি উপভোগ করতে চান। সদাই হাঁসি খুশি, তাঁর এই জীবন দর্শন অন্য মাত্রা দিয়েছে। মনের আশা পূর্ন হবে শত বর্ষ পার করবেন এই আশা নিয়ে ,,,
কোন মন্তব্য নেই