কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরেন রিজিজু নওগাঁ শহরে
নগাঁওতে বিজেপি দলের সভাতে কেন্দ্রীয় আইন এবং ন্যায় মন্ত্রী কিরেন রিজিজুর অংশ্যগ্ৰহন #
সুনীল রায় নগাঁও ২৮ আগষ্ট :- নগাঁও শহরে আজ ভারতীয় জনতা পাট্রীর একটি বিশেষ সভাতে কেন্দ্রীয় আইন এবং ন্যায় মন্ত্রী কীরন রিজিজু উপস্থিত হয়।নগাঁও সদর বিধানসভা কেন্দ্রের অন্তর্ঘত বীণাপাণি নাট্য মন্দির প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হ ওয়া বিজেপি দলের লোকসভা প্রবাস যোজনার এক অনুষ্ঠানে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে অংশ গ্ৰহন করে কেন্দ্রীয় মন্ত্রী জনে। কেন্দ্রীয় মন্ত্রী জনকে সংগ দেয় আসাম সরকারের জনসংযোগ এবং জল সম্পদ বিভাগের মন্ত্রী পিয়ুষ হাজারিকা, বিধায়ক সকল ক্রমে রূপক শর্মা , জিতু গোস্বামী, শিবু মিশ্র এবং রামকৃষ্ণ ঘোষ। অনুষ্ঠানের আরম্ভতে নগাঁও পৌরসভার অন্তগর্ত ৩নং ওযার্ডে ১২নং বুথে আজ আকাশ বাণী যোগে প্রচারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর' মন কী বাত' অনুষ্ঠান টি বহু সংখ্যাক দলীয় নেতা কর্মী সকলের সহিত শ্রবন করে
উল্লেখ যোগ্য তে: - আগন্তক ২০২৪সনের লোকসভা নির্বাচনে নগাঁও লোকসভা কেন্দ্র হতে দলীয় প্রার্থীজনকে বিজয়ী করার জন্য লোকসভা কেন্দ্রের অন্তর্ঘত ৯টি বিধানসভা কেন্দ্রের দলীয় নেতা কর্মী সকলের সহিত মত বিনিময় করার সাথে নির্বাচনী রণকৌশল তৈয়ার করার করার জন্যভারতীয় জনতা পার্টীর কেন্দ্রীয় সমিতি য়ে বিশেষ ভাবে দায়িত্ব অর্পণ করেছে কেন্দ্রীয় মন্ত্রী কিরেনরিজিজুকে।এর অংশ স্বরূপে আজ কেন্দ্রীয় মন্ত্রী জনে এই সভাতে অংশ গ্ৰহন করে।
কোন মন্তব্য নেই