Header Ads

গুয়াহাটি পাঞ্জাবাড়ির সাদরি কন্যা অনাথ আশ্রম এ আজাদী কা অমৃত মহোৎসব পালন

নয়া ঠাহর,গুয়াহাটি:  অসমের  বেশির ভাগ সংখ্যালঘু  জন গোষ্ঠীর জেলার মাদ্রাসা গুলোতে ১৩আগস্ট থেকে  ৭৫বছর  স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন শুরু হয়েছে। আনুষ্ঠতানিক ভাবে জাতীয়  পতাকা তোলা হয়।শোভা যাত্রা ,জাতীয় সঙ্গীত পরিবেশন সবই করা হয় তার সঙ্গে সঙ্গতি রেখে   গুয়াহাটির সাদরি কন্যা  অনাথ আশ্রমের ছোট ছোট মেয়েরা জাতীয়  পতাকা তোলে, জাতীয় সংগীত পরিবেশন করে বলে ট্রাস্টি বোর্ডের  মেম্বার  মাজিদুর রহমান জানান। গত শনিবার এই  কেন্দ্রের এক বছর পূর্তি অনুষ্ঠান হয়।সেখানে   খুদে  ছাত্রী  তান জিয়া বেগম,  ইনফা বেগম প্রমুখ সমবেতভাবে জাতীয় সংঙ্গীত পরিবেশন করে।  মাজিদুর রহমান বলেন এই আশ্রম এর উন্নয়নে  সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.