বায়ু দূষণে বিশ্বের মধ্যে এক নম্বর দিল্লি দুই নম্বর কলকাতা
নয়া ঠাহর,কলকাতা: বিশ্বের ১০০টি র উপর জনবহুল শহরের মধ্যে বায়ু দূষণের নিরিখে বেজিং , ঢাকা , করাচিকে পিছনে ফেলে দিল্লি এক নম্বরে কলকাতা দুই নম্বরে। বায়ু দূষণের ক্ষেত্রে সবচেযে মারাত্বক দূষক পি এম২,৫ অর্থাৎ আড়াই মাইক্রোন বা তার চেয়ে ছোট আকারের ধূলি কনা যা আমাদের ফুসফুসের ভেতর পর্যন্ত পৌঁছাতে পারে। সাধারণ সর্দি কাশি হাঁপানি , থেকে শুরু করে ক্যান্সার পর্য্যন্ত হতে পারে। কলকাতায় এই দুষকের ফলে এক দশকে এক লাখ ৮৫ হাজার মানুষের অকালে প্রাণ গেছে। এত বড় জনস্বাস্থ্য বিপর্যয় সত্ত্বেও সরকার বা সমাজ চুপ। গ্রীন ট্রাইব্যুনাল বারবার ১৫বছরের বেশি গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভারতের সংসদের এই সব সমস্যা নিয়ে আলোচনা করার সময় কোথায়? তারা তো মসনদ বাঁচানোর আর ঘোড়া কেনা বেচার খেলায় ব্যস্ত। ঘরে ঘরে ঝান্ডা তোলা নিয়ে যে যে হুজুগ দেখা গেল ,তা ভাবতে কষ্ট হচ্ছে। তে রঙা নিয়ে কোটি কোটি টাকা মুনাফা লুটল একাংশ বড় ব্যবসায়ী। দেশের ৮০কোটি মানুষ আর্সেনিক বিষ যুক্ত জল পান করে সংসদ এই কথা বলেছে। ঘরে ঘরে ঝান্ডা না উড়িয়ে আর্সেনিক দূষণ প্রতিরোধে মূলক ব্যবস্থা নেওয়া যেত।
কোন মন্তব্য নেই