Header Ads

বিজেপি কে বাদ দিয়ে নীতীশ কুমার লালু প্রসাদ যাদবের আর জে ডির সঙ্গে হাত মেলালেন

 অমল গুপ্ত ,কলকাতা ,গুয়াহাটি:  ৭৫তম  স্বাধীনতা র অমৃত মহোৎসবে র আগে বিজেপি কে বড় ধাক্কা  দিল  বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ  কুমার।তিনি বিজেপি র সঙ্গ ত্যাগ করে তাঁর পুরোনো বন্ধু লালু প্রসাদ যাদব এর হাত ধরলেন। হিসাব নিকাশ ঠিক থাকলে আজ ই বিহারের রাজ্যপালোর সংগে দেখা করে নীতীশ কুমার পদত্যাগ করে বিজেপি জোট সরকার ভেঙে দেওয়ার সুপারিশ করেন রাজ্যপালের  কাছে। ইতিমধ্যে কংগ্রেস, আর জে ডি,জে ডি ইউ, হাত  মিলিয়েছে। মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার,  উপমুখ্যমন্ত্রী পদে এক মুসলিম জনগোষ্ঠীর ব্যক্তিকে বসানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী পদে  বসবেন  আর জে ডির   বিখ্যাত যুব নেতা  লালু পুত্র তেজস্বী যাদব ।কংগ্রেস থেকে চারজন মন্ত্রী এবং বিধানসভার স্পিকার পদ দেওয়া হবে ।বিজয় চৌধুরী কে বসানো হতে পারে। লালুর বিরুদ্ধে বহু অভিযোগ বিচারাধীন আদালতে।তাই পত্নী  রাবরী দেবী কে  মন্ত্রী সভায় আনা হবে।স্বয়ং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার  রাবরী দেবীর বাড়িতে  ছুটে গিয়েছেন। সিপি আই এম এল সাধারণ সম্পাদক  দীপঙ্কর  ভট্টাচার্য এই নতুন জোট কে সমর্থন করার কথা ঘোষণা করেছেন। ।বামপন্থি দল গুলোও ।  প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগ এর বৈঠকে না গিয়ে নীতীশ কুমার  দিল্লীতে সোনিয়া গান্ধীর  সঙ্গে দেখা করে  তার সরকারের  নতুন  সমীকরণের  কথা বুঝিয়ে বলেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়   বিরোধী দলের এক মহাজোট গড়ার চেস্টা করছিলেন।
                                                                                                                                                                                                                                                                                                   এখন তাঁর      জনপ্ৰিযতার গ্রাফ তলে নেমে গেছে। তৃণমূল কংগ্রেসের উপর থেকে  তল পর্যন্ত দুর্নীতিতে ডুবে গেছে বলে বিরোধীদের অভিযোগ নস্যাৎ করা যাচ্ছেনা। ইডি ,সিবি আই  তদন্ত সব ধরা পড়ছে ।দিল্লি সফরে মমতাকে গুরুত্ব দেওয়া হল না।  এখন বিরোধী মহাজোটের   দায়িত্বে  থাকার  যোগ্যতা উড়িষ্যার  মুখ্যমন্ত্রী নবীন   পটনায়েক এবং  বিহারের নীতীশ কুমারের আছে।  এছাড়া ত্রিপুরার প্রাক্তন বামপন্থী মুখ্যমন্ত্রী মানিক সরকার  প্রমূখ  ছাড়া  উজ্জ্বল ভাবমূর্তির আর  কাউকে খুঁজে পাওয়া যাবে না।  কংগ্রেস সভা নেত্রী সোনিয়া গান্ধী ,রাহুল দের জমানা শেষ। আগের ভাবমূর্তি ও নেই।   তারা নেহরু পরিবার ছাড়া কিছু  বুঝতে চাইনা।





  কোটি কোটি টাকার বিনিময়ে   বিধাযক কেনা বেচার   নোংরা রাজনীতি  দেখে আমজনতা  বিরক্ত।  সারা দেশ  নীতীশ কুমারের দিকে চেয়ে আছে।   সৎ রাজনীতিবিদের মহাজোট লাগে।  জাত পাত  lহিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি খতম হোক।তাই চাইছেন আমজনতা।  আর জে ডির৭৫ ,জে ডি ইউর৪৩ ,কংগ্রেস দলের১৯ এবং বাম নির্দল দের ২৩জন বিধায়কের সমর্থন নিয়ে১৬০ সদস্যের  তালিকা রাজ্যপালের কাছে পেশ করেন নীতীশ কুমার। কেন্দ্রীয় মন্ত্রী রবি সংকর বলেন  নরেন্দ্র মোদির জন্যে নীতীশ কুমার জিতেছিলেন আজ বিশ্বাঘাত কতা করা হল। নীতীশ কুমার বলেন ৭দল এবং নির্দল নিয়ে বিহার কে এগিয়ে নিয়ে  যাওয়া হবে।তেজস্বী যাদব বলেন বিজেপি বড় দল সব দলকে  খেয়ে ফেলছে। জাত পাতের সাম্প্রদায়িকতা চালাচ্ছে। বিহার কে  উন্নয়নের প্যাকেজ ঘোষণা করেও দেয় নি। আজ ৯আগস্ট  কুইট ইন্ডিয়া  দিন আমরাও বিজেপি কে ছাড়া সবাই মিলে উন্নয়ন বিহার গড়বো।বলেন কাকা ভাতিজা মিলে সরকার চালাবো। (ছবি কাকা ভাতিজা)


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.