বরাকের কিশোর কুমার সুজিত কুমার দাস কে শিলচর প্রেস ক্লাবে সম্বর্ধনা
নয়া ঠাহর শিলচর :কিশোর কুমারের সৃষ্টিকে বরাকে জনপ্রিয় করে তোলার অন্যতম কারিগর সুজিত কুমার দাস (ফুলু) কে শিলচর প্রেসক্লাবে শিল্পী সম্ভর্থনা দিল চার সংগঠন।
গত ত্রিশ বছর ধরে শিল্পী কিশোর কুমারের অনবদ্য সৃষ্টিকে এই উপত্যাকায় জনপ্রিয় করে তোলার নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন তিনি। শিল্পী এবং সংগঠক হিসেবে।মুলতঃ তারই উদ্যোগে শিলচরে প্রতিষ্ঠিত হয়েছে কিশোর কুমারের আবক্ষ মূর্তি। এই গুনী ও জনপ্রিয় ব্যাক্তিত্বকে শিলচর প্রেসক্লাবে আজ সম্ভর্থনা জানাল হল আকসা,বিডিএফ,বরাক নাগরিক সংসদ ও আমরা বাঙালি দলের পক্ষ থেকে।
বিভিন্ন বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠিত এদিনের এই আন্তরিক অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখতে গিয়ে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় সুজিত কুমার দাসের দীর্ঘ সাংগীতিক ও সাংগঠনিক কাজের উল্লেখ করে বলেন যে এই শিল্পী বরাক তথা উত্তর পুর্বের গর্ব এবং কিশোর কুমারের সৃষ্টিকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তার অবদান এই উপত্যাকা বাসী মাত্রেই শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এদিন শিল্পীকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান চার সংগঠনের প্রতিনিধি সহ শিলচর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শান্তনু দাস ও প্রাক্তন ডিএফও তথা সমাজসেবী মৃদুল কুমার ধর। শিল্পীর উদ্দেশ্যে মানপত্রটি পাঠ করেন বরাক নাগরিক সংসদের সম্পাদক শংকর দে। এরপর একযোগে মানপত্র ও একটি পুস্পস্তবক দিয়ে শিল্পী সুজিত কুমার দাসকে সম্ভর্থনা জানান হয়। আমরা বাঙালির পক্ষ থেকে সাধন পুরকায়স্থ বলেন যে সুজিত কুমার দাসের সাথে তাঁর অনেক দিনের সম্পর্ক। পুরোনো সেসব স্মৃতিমেদুর দিনের কথা উল্লেখ করে তিনি বলেন দেরিতে হলেও এই 'বরাকের কিশোরকুমার'কে সম্ভর্থনা দিতে পেরে তাঁরা গর্বিত। আকসার পক্ষ থেকে রূপম নন্দী পুরকায়স্থ বলেন যে ফুলুদা একটা সময় বরাকের মঞ্চ দাপিয়ে বেড়িয়েছেন এবং তার গান ছাত্রাবস্থায় তাঁরা মন্ত্রমুগ্ধের মতো শুনতেন । তিনি বলেন তাঁর আগামীর যে কাজ, তাঁকে এগিয়ে নেবার জন্য বর্তমান প্রজন্মকে এগিয়ে আসা কর্তব্য। নাগরিক সংসদের পক্ষ থেকে শংকর দে বলেন যে সারাজীবন ধরে এই শিল্পী নিভৃতে সাধনা করে গেছেন। সঙ্গীত ছাড়াও সুজিত কুমার দাসের উজ্জ্বল শিক্ষকতা জীবনেরও উল্লেখ করেন তিনি।
জবাবী বক্তব্যে শিল্পী সুজিত কুমার দাস এদিনের সভায় উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন যে এই সম্মাননা কে তিনি চিরজীবন মনের মনিকোঠায় রাখবেন এবং এই ভালবাসা তাঁকে আগামীতে আরো ভালো কাজ ও সমাজের স্বার্থে কিছু করে যাবার শক্তি যোগাবে।
অন্যান্য দের মধ্যে এদিন বক্তব্য রাখেন সমাজসেবী শান্তনু দাস,গীটার শিল্পী গোবিন্দ শর্মা প্রমুখ। চার সংগঠন ।তারা হল
আকসা
বিডিএফ
আমরা বাঙালি
বরাক নাগরিক সংসদ
কোন মন্তব্য নেই