আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে বিদ্যাভারতীর অনুষ্ঠান
'আজাদি কা অমৃত মহোৎসব' উপলক্ষে বিদ্যা ভারতী দক্ষিণ আসাম প্রান্তের 44 টি বিদ্যালয়ে একই সাথে আয়োজিত হল 'তিরঙ্গা যাত্রা'
নয়াঠাহর প্রতিবেদন, বিহাড়া: 'আজাদী কা অমৃত মহোৎসব' উপলক্ষে বিদ্যা ভারতী দক্ষিণ আসাম প্রান্তের ব্যবস্থাপনায় আয়োজিত হল 'তিরঙ্গা যাত্রা'। শনিবার বিদ্যা ভারতী দক্ষিণ আসাম প্রান্তের 44 টি বিদ্যালয়ে একই সাথে আয়োজিত হয় এই 'তিরঙ্গা যাত্রা'। এতে বরাক উপত্যকার তিন জেলা সহ ডিমাহাসাও জেলায় বিদ্যাভারতী পরিচালিত বিদ্যালয় গুলি থেকে সকাল ৮ ঘটিকায় নিজ নিজ স্থানে এই তিরঙ্গা যাত্রা বের করে। এদিনের এই তিরঙ্গা যাত্রায় বিদ্যালয় গুলির ছাত্র ছাত্রীদের সাথে সাথে প্রাক্তন ছাত্র ছাত্রী, আচার্য আচার্যা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সরকারী-বেসরকারী বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংস্থার কর্মকর্তারা অংশ নেয়। এছাড়াও কিছু কিছু স্থানে এদিনের তিরঙ্গা যাত্রায় এনসিসি, স্কাউট অ্যান্ড গাইড সহ সীমা সুরক্ষা বাহিনীর জোয়ানরাও অংশ নিতে দেখা যায়। দক্ষিণ আসামের প্রতিটি স্থানে এ দিনের তিরাঙ্গা যাত্রাটি শান্তি-শৃঙ্খলার মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে জানান সংগঠনের কর্মকর্তারা। প্রান্তের বিভিন্ন স্থানে আয়োজিত হওয়া এই তিরঙ্গা যাত্রায় প্রায় ৩০ হাজারের অধিক লোক অংশ নিয়েছেন বলে জানিয়েছেন প্রান্তীয় কার্যালয় সচিব অয়ন চক্রবর্তী। এদিনের এই তিরঙ্গা যাত্রা কে সফল করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানান বিদ্যা ভারতীর দক্ষিণ আসাম প্রান্তের প্রান্তীয় সচিব নিহারেন্দ্রু ধর, সহ-সংগঠন মন্ত্রী মহেশ ভগবত সহ অন্যরা।
কোন মন্তব্য নেই