Header Ads

আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে শিলচর বিকাশ পরিষদের সম্মেলন

'আজাদি কা অমৃত মহোৎসব' উপলক্ষে শিলচরে শিক্ষা বিকাশ পরিষদের প্রান্তীয় আচার্য সম্মেলন



বি.এম.শুক্লবৈদ্য, বিহাড়া: স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন অর্থাৎ 'আজাদি কা অমৃত মহোৎসব' উপলক্ষে সোমবার শিলচরের রাজীব ভবনে আয়োজিত হল শিক্ষা বিকাশ পরিষদ দক্ষিণ অসম প্রান্তের আচার্য সম্মেলন। এক দিবসীয় এই আচার্য সম্মেলনে বিদ্যাভারতী দক্ষিণ অসম প্রান্তের কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ও ডিমাহাসাও জেলার ৪৪ টি বিদ্যালয়ের আট শতাধিক আচার্য আচার্যারা অংশগ্রহণ করেন। শিলচর রাজীব ভবনে আয়োজিত এই আচার্য সম্মেলনে এদিন মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যা ভারতীর রাষ্ট্রীয় মহামন্ত্রী অবনিশ ভটনাগর। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজিব মোহন পন্থ ও NIT শিলচরের নির্দেশক অধ্যাপক শিবাজী বন্দোপাধ্যায়। এছাড়াও অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যা ভারতী উত্তর পূর্ব ক্ষেত্রের সংগঠন মন্ত্রী ডঃ পবন তেওয়ারি, শিক্ষা বিকাশ পরিষদের সংস্থাপক সভাপতি তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দক্ষিণ অসম প্রান্তের প্রাক্তন প্রান্ত সংঘ চালক বিমল নাথ চৌধুরী, শিক্ষা বিকাশ পরিষদের সভাপতি অধ্যাপক নিখিল ভূষন দে, আরএসএসের প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় প্রমুখ।
    এদিন সকালে দ্বীপ মন্ত্রের মাধ্যমে প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন উপস্থিত সম্মানিত অতিথিরা। পরে আনিপুর, পাঁচগ্রাম, শ্রীগৌরী ও আমরাঘাট সরস্বতী বিদ্যানিকেতনের প্রধান আচার্যরা চন্দন, উত্তরীয় ও উপহারাদি দিয়ে মঞ্চাসীন অতিথিদের বরণ করে নেন। এরপর প্রান্তীয় সংগীত প্রমুখ সুপ্রিয়া দাসের নেতৃত্বে ডলু সরস্বতী শিশু নিকেতনের আচার্য আচার্যরা পরিবেশন করেন সরস্বতী বন্দনা। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত ও অমৃত মহোৎসবের সংগীত পরিবেশন করেন করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের আচার্য আচার্যারা।
       এরপর অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষা বিকাশ পরিষদের সম্পাদক নিহারেন্দু ধর। বিদ্যাভারতী পূর্বত্তর ক্ষেত্র সংগঠন মন্ত্রী ডঃ পবন তেওয়ারি প্রস্তাবিত বক্তব্য প্রদান করেন। NIT শিলচরের নির্দেশক অধ্যাপক শিবাজী বন্দোপাধ্যায় তার বক্তব্যে জাতীয় শিক্ষা নীতির ক্রিয়ান্বয়নের উপর আলোকপাত করেন। অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজিব মোহন পন্থ তাঁর সংক্ষিপ্ত ভাষণে প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা ও বর্তমান শিক্ষার উপর আলোকপাত করেন। তিনি বলেন সুদৃঢ় শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করেই ভারতবর্ষ এক সময় বিশ্ব গুরুর আসনে ছিল। ইংরেজ আমলের মেকোলে শিক্ষা পদ্ধতিরও প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। নতুন শিক্ষা নীতির মাধ্যমে ভারত আবার বিশ্ব গুরুর আসনে স্থান লাভ করবে বলে মত পোষণ করেন উপাচার্য। বিদ্যা ভারতীর রাষ্ট্রীয় মহামন্ত্রী অবনিশ ভটনাগর তাঁর বক্তব্যে করোণা পরবর্তী শিক্ষা ব্যবস্থায় শিক্ষক কুলের সক্রিয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বিদ্যা ভারতীর মাধ্যমে বর্তমানে সমগ্র দেশে এক বিশাল শিক্ষা ব্যবস্থার ভীত রচনা করা হয়েছে বলে মত প্রকাশ করেন তিনি। এদিন বিদ্যা ভারতীর পূর্ব ছাত্রদের সাথেও মতবিনিময় করেন রাষ্ট্রীয় মহামন্ত্রী অবনিশ ভটনাগর। পরে বন্দেমাতরম সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা বিকাশ পরিষদের সম্পাদক নিহারেন্দু ধর, সহ সম্পাদক ডঃ দেবজিত দেব, রূপজোতি দেব, অঞ্জন গোস্বামী, পিংকু মালাকার, অয়ন চক্রবর্তী প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.