অসম, দিল্লির দুই মুখ্যমন্ত্রীর টুইট বার্তার লড়াই
নয়া ঠাহর,গুয়াহাটি: অসমের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালা নিজের নিজের রাজ্যের গুনগান করে টুইট বার্তায় লড়াই শুরু করেছেন ,তা জাতীয় রাজ নীতির প্রেক্ষাপটে এক তাৎপর্য বহন করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিমন্ত বিশ্ব শর্মাকে সাহস যুগিয়ে তার পাশে থেকে মহারাষ্ট্রের মত সরকার ভাঙার খেলায় লাগিয়েছিল বলে অভিযোগ উঠেছে, । দিল্লির উপ মুখ্যমন্ত্রী সিসদিয়া ইতিমধ্যে ইডির জেরায় জেরবার। হিমন্ত টুইট বার্তায় বলেছেন দিল্লি এক পৌর সভার মত ছোট আর অসম বিশাল এলাকা ।এখানকার চিকিৎসা ব্যবস্থা অনেক ভাল দিল্লির মহল্লা ক্লিনিক কোনো সুবিধা আছে বলে মনে হয়না।এখানে ৭,৮ হাজার বিদ্যালয় আছে দিল্লীতে ১১,১২০০ বিদ্যালয় । তিনি দিল্লির মুখ্যমন্ত্রী কে অসম সফরের আহবান জানান
অপরদিকে একই আহবান জানান কেজরিওয়াল।
কোন মন্তব্য নেই