নওগাঁ তে বন মহোৎসব
নগাঁওতে বন মহোৎসব উদযাপন ##
ছাত্র- ছাত্রী রূপন করলো গাছের চারা##
সুনীল রায় নগাঁও ৫জুলাই :- সমগ্ৰরাজার সাথে নগাঁওতে ৭৩সংখ্যক বন মহোৎসব উদযাপন করা হয়।সপ্তাহ ব্যপী বন মহোৎসব কার্য্যসূচীর আজ শুভারম্ভ করা হয় বরঘাট বাইপাসে।নগাঁও বন সংমন্ডল, নগাঁও বন্য প্রাণী সংমন্ডল এবং নগাঁও সামাজিক বণানীকরন সংমন্ডলের উদ্যোগে বন মহোৎসব উদযাপন করা হয়।
সকালে ছাত্র- ছাত্রীর সহযোগে বৃক্ষ রোপন কার্য্যসূচীতে বন বিভাগের সাথে নগাঁওযের কলং- কপিলী বিদ্যাপীঠের শিক্ষক- শিক্ষয়িত্রী এবং ছাত্র- ছাত্রীয়ে গাছ পুলি রোপন করে প্রকৃতি সংরক্ষণের জন্য সকলের মধ্যে সজাগতার সৃষ্টির প্রয়াস করে।এর পর অনুষ্ঠিত সভাতে অংশ গ্ৰহন করে নগাঁও জেলার জেলা শাসক নিসর্গ হিবরেই বলেন যে-প্রাকৃতিক ভারাসাম্য রক্ষার জন্য প্রাকৃতি সংরক্ষণে গুরুত্ব দিতে লাগে। তিনি আর ও বলেন যে প্রকৃতি সংরক্ষণের ক্ষেত্রে নব-প্রজন্মের মধ্যে স্বাগতা সৃষ্টির জন্য সকলৈ কাজ করা উচিত।নগাঁও মহা বিদ্যালয়ের অধ্যক্ষ ড' শরৎ বরকটকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাতেঅতিরিক্ত জেলা শাসক শান্তনা বরা, নগাঁও বনসংমন্ডলের বিষয়া ভাস্কর ঠেকা, নগাঁও সামাজিক বনানীকরন সংমন্ডলের বিষয়া দিলীপ কলিতা, অংশ গ্ৰহন করে বলেন যে জলবায়ু পরিবর্তনের জন্য হ ওয়া সমস্যার বিষয়ে উল্লেখ করে সকলে প্রকৃতি সুরক্ষার উপরে গুরুত্ব দিতে আহ্বান জানায়।সভাতে বন বিভাগের বিষয়াকর্মচারী কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ছাত্র-ছাত্রীঅংশ গ্ৰহনকরে।সভাতে উপস্থিত তাকালোনা সকলকে এক একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই