শিলচরে র এত বড় প্রাকৃতিক বিপর্যয় প্রধান মন্ত্রী কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলেন না
আসামের এবারের বন্যাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করতে হবে - দাবি বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়ের।
আসামের এবারের বন্যা অভুতপূর্ব। প্রায় ২৩ টি জেলা এই বন্যার কবলে পড়েছে। মৃতের সংখ্যা ২০ এর উপর। প্রায় দেড় কোটি লোক সরাসরি বন্যাক্রান্ত হয়েছেন। এতকিছুর পরও কেন এই বন্যাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা হচ্ছে না এই নিয়ে প্রশ্ন তুললেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়।
এক প্রেস বার্তায় প্রদীপ বাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন যে যদি আসামের চা, আসামের তেল বা আসামের কয়লা জাতীয় সম্পদ হতে পারে তবে আসামের এই ভয়াবহ বিপর্যয় কেন জাতীয় বিপর্যয় বলে মান্যতা পাবেনা তা তিনি বুঝতে পারছেন না। তিনি আরো বলেন যে এটা আশ্চর্যজনক যে বরাক সহ আসামের মানুষ এই ধরনের সঙ্কটের মোকাবেলা করলেও প্রধানমন্ত্রী এযাবৎ এই নিয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন নি। তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে এই বন্যাকে জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করার দাবি জানান।
বিডিএফ মুখ্য আহ্বায়ক এদিন আরো বলেন যে শিলচরের এবারের ভয়াবহ বন্যার প্রথম সাতদিন সরকারি ত্রান একদমই অপর্যাপ্ত ছিল। প্রশাসনের আগাম প্রস্তুতি এবং সঠিক পরিকল্পনা না থাকায় অধিকাংশ জায়গায় সরকারি ত্রান পৌঁছয় নি।
তবে এখন পর্যাপ্ত ত্রান সামগ্রী এসেছে এবং বন্টনও শুরু হয়েছে। এরজন্য মুখ্যমন্ত্রীকে তিনি অভিনন্দন জ্ঞাপন করেন।
তবে একই সাথে তিনি বলেন যে ত্রান বন্টন সঠিক হচ্ছে না বলে খবর পাওয়া যাচ্ছে। একই এলাকার কেউ ১০ কেজি চাল পাচ্ছেন তো কেউ ৫ কেজি ,কেউ ২ কেজি পাচ্ছেন।অন্যান্য সামগ্রীর ক্ষেত্রেও একই ব্যাপার ঘটছে। কনকপুর,ন্যাশনাল হাইওয়ে সহ অনেক জায়গা থেকে এই ধরনের অভিযোগ পাওয়া গেছে।
প্রদীপ বাবু বলেন যে আমরা জানি না এসবের পিছনে কাদের হাত রয়েছে, তবে আমরা প্রশাসনকে এসব নিয়ে অবিলম্বে সতর্ক হতে ও দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যাবস্থা নিতে আহ্বান জানাচ্ছি।
অন্যথা কোথাও যদি জনগণের ক্ষোভের স্বতস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটে এবং জনগন আইন নিজের হাতে তুলে নেন তারজন্য প্রশাসনই পরোক্ষভাবে দায়ী থাকবেন।
এ ব্যাপারে দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ারও দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যাবস্থা নেবার আহবান জানিয়েছেন বিডিএফ মুখ্য আহ্বায়ক।
বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে ও জয়দীপ ভট্টাচার্য।
কোন মন্তব্য নেই