Header Ads

সমালোচনা র বিষ পান করে মোদি সোনার মত উজ্জ্বল হয়ে উঠেছেন

নয়া ঠাহর, কলকাতা: সুপ্রিম কোর্ট  গুজরাট দাঙ্গা মামলায় প্রধান মন্ত্রী   নরেন্দ্র  মোদিকে ক্লীন চিট দিয়েছেন সম্প্রতি।অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি র কার্য নির্বাহী বৈঠকে যোগ দিতে গিয়ে আজ হায়দরাবাদে এক সাংবাদিক সন্মেলনে  সুপ্রিম কোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন নানা সমালোচনা র বিষ পান করে মোদি সোনার মত উজ্জ্বল হয়ে  উঠেছেন। তিনি বিশ্বের  একজন শক্তিশালী রাষ্ট্র নেতা । একাংশ   এন জি ও এবং সাংবাদিক রা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কাজ করছেন বলে হিমন্ত   সমালোচনা করেন। কংগ্রেস দল সম্পর্কে বলেন  দলটি পরিবারের   বৃত্ত থেকে বেরোতে পারেনি। নিজেদের দল নেতা  মনোনয়ন করতে পারে না। মুখ্যমন্ত্রী বলেন গত ৮বছরে এন ডি এ সরকার   উত্তর পূর্বাঞ্চলে  ঢালাও উন্নয়ন করেছে  অতীতে নজির নেই। দুর্নীতি প্রসঙ্গে বলেন দুর্নীতি এখন  অতীতে পরিণত হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.