Header Ads

শ্রী শ্রী মা সারদা দেবী সম্পর্কে কুরুচিকর মন্তব্যবের প্রতিবাদ রামকৃষ্ণ মঠ ও মিশনের

নয়া ঠাহর ,কলকাতা :  পশ্চিমবঙ্গে যে কেউ  যা খুশি  মন্তব্য করতে পারে  কোনো শাস্তি বিধান নেই। আইনের  শাসন নেই। বাঙালিদের  আরাধ্য দেবতা  শ্রী  রামকৃষ্ণ  ,মা সারদা । সেই  মা সারদা কে নিয়ে তৃণমূল কংগ্রেস দলের এক  নেতা  আপত্তিকর  কথা বলেও পার পেয়ে গেলেন।কলকাতার   শিক্ষিত মানুষ প্রতিবাদ করার  ভাষা হারিয়ে ফেলেছেন, মেরুদণ্ড খুব দুর্বল, সার্বিক ভাবে অবক্ষয় গ্রাস করেছে।এমনই  অভিযোগ। ঐ নেতা বলেছেন ,  ""শ্রী শ্রী মা সারদা  দেবী   দেহ ত্যাগ করার আগে রামকৃষ্ণ  আশ্রম কে  নাকি বলে গেছেন সে কালীঘাটে জন্ম নেবেন ,এবং    ধর্মীয় কার্যকলাপের  সঙ্গে রাজনৈতিক কর্ম  কাণ্ডেও জড়াবেন।""এমন মিথ্যা আপত্তিকর   মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে   কলকাতার    রামকৃষ্ণ  মঠ ও মিশন।   সোশ্যাল   মিডিয়া তে  এক ছবিও পোষ্ট করা হয়েছে। যা  হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। আপত্তিকর জেনেও পোস্ট করা  হয়েছে ,মানুষ জানুক কুরুচিকর কোন  পর্যায়ে যেতে পারে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.