বাংলার বিশিস্ট চিত্র পরিচালক তরুণ মজুমদার প্রয়াত
নয়া ঠাহর ,কলকাতা,গুয়াহাটি: ,বাংলার বিশিস্ট চিত্র পরিচালক তরুণ মজুমদার ৮১,বছর বয়সে আজ মারা গেলেন। গ্রামবাংলার পটভূমিকায় তিনি অনেক হিট ছবি নির্মাণ করেছেন। তিনি তার দেহ দান করে গেলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুর্দ্ধ দেব ভট্টাচার্য সহ বহু মানুষ শোক ব্যক্ত করেছেন। দুদিন আগেই অসমের জনপ্ৰিয় অভিনেতা কিশোর দাস মারন রোগ ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। তার আগে অসমের লোক বাদ্যের সাধক তুলসী ওঝা চলে গেলেন।
কোন মন্তব্য নেই