প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত জীবন্ত ইতিহাস,আজও সারা দেশে সমান জনপ্ৰিয়
নয়া ঠাহর ,গুয়াহাটি:অসমের দু দুবারের মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত একজন জীবন্ত ইতিহাস। দেশে প্রথম ছাত্র আন্দলনের মাধ্যমে সংগ্রাম করে মুখ্যমন্ত্রীর পদে বসেন,দেশের সর্ব কনিষ্ঠ মূখ্যমন্ত্রী মহন্ত ,তিনি আজও দেশে সমান জনপ্ৰিয়। ৫ জুলাই রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিসপুর বিধ্যায়ক আবাসে সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখো পাধ্যয় মহন্ত কে উত্তরীয় পড়িয়ে সমাদর করে এই কথা বলেন। অসুস্থ মহন্ত সেখানে উপস্থিত সাংবাদিক অমল গুপ্ত র পত্নী সান্তনা গুপ্তের খবর নেন ,তিনি ২৯এপ্রিল বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। জয়শ্রী গোস্বামী মহন্ত , আইনজীবী পুত্র ,কন্যা ও অন্যান্যদের উপস্থিতিতে অল ইন্ডিয়া লিগ্যাল সেলের সাধারণ সম্পাদক জয় দীপ বাবু তাঁর নেতাজির অর্ন্তধান সম্পর্কীয় গ্রন্থ" চেকার শেষ উত্তর" গ্রন্থটি জয়শ্রীর হাতে তুলে দেন। সঙ্গে কলকাতার মিষ্টি ও অগ্রিম পুজোর শাড়ি ও। মহন্ত বেশি কথা বলেন নি। জয়দীপ সম্প্রতি গোয়া ঘুরে এসেছেন ,বলেন সেখানে সবাই প্রফুল্ল মহন্ত কেমন আছেন জানতে চান। বলেন দিল্লীতে শুনেছিলাম মহন্ত কে রাজ্য পাল পদে বসানো হতে পারে। সাংবাদিক অমল গুপ্ত মহন্ত র দক্ষিণ ভারতে জনপ্রিয়তা প্রসঙ্গে বলেন হায়দারাবাদে চিকিৎসা করতে গিয়ে প্রফুল্ল মহন্ত র নাম করে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক আছে জেনে চিকিৎসার র ভাল সুযোগ পাওয়া যায়। জয়শ্রী বলেন গুরুতর অসুস্থ অবস্থায় দিল্লীতে এমস এ নিয়ে যাওয়া হলে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নিজের ডাক্তারকে প্রাক্তন মুখ্যমন্ত্রী র সু চিকিৎসাতে নিয়োগ করেন।আর প্রতিদিন তাকে ফোন করে খবর নিতেন। পদ্ম ভূষণ ,সাহিত্য একাডেমি পুরস্কার জয়ী প্রাক্তন সাংসদ জয়শ্রী গোস্বামী মহন্ত ক্ষোভের সুরে বলেন একদিন ছাত্র আন্দোলন করতে গিয়ে মহন্ত সি আর পি র গুলি খান।আজ ও ক্ষতস্থানে ব্যাথা আছে। দু দু বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু যোগ্য সম্মান পেলেন না। সুপ্রীম কোর্ট এবং কলকাতার হাই কোর্টের বিশিষ্ট আইন জীবী জয়দীপ মুখার্জী বলেন জয়শ্রী র পরবর্তী গ্রন্থ কলকাতা থেকে প্রকাশের ব্যবস্থা করে দেবেন। জয়শ্রী এপর্যন্ত ৭৫টি গ্রন্থ প্রকাশ করেছেন। তাঁর বিখ্যাত গ্রন্থ চানক্য সাহিত্য একাডেমী পুরস্কার এনে দিয়েছে। বাংলা পোর্টাল "নয়া ঠাহর "র পুজো সংখ্যার জন্যেও কলম ধরেছেন। সাংবাদিক অমল গুপ্তের প্রয়াত পত্নী সান্তনা গুপ্তের স্মরণ সভার কথা উল্লেখ করে বলেন বকুল বন হাউসিং কলোনির প্রতি জন মানুষ অমল ,সান্তনাকে শ্রদ্ধা করে সেখানে সেই স্মরণ সভায় গিয়ে টের পাওয়া গেল।
কোন মন্তব্য নেই