মণিপুরের টুপলু পাহাড় ধসে ৮১ জনের মৃতদেহ উদ্ধার ,৪০জন নিখোঁজ ,শিলচর দুর্গন্ধ দূষিত জলে ভেসে আছে
নয়া ঠাহর, গুয়াহাটি, শিলচর:, ধারা বাহিক বৃষ্টিতে মণিপুরের ননি জেলার টপলু পাহাড়ে ধসের ফলে একশো র বেশি মানুষ মাটি চাপা পড়ে মারা গেছে।অসমের লাহরিঘাট অঞ্চলের ১৫জন শ্রমিক মারা গেছে বলে সন্দেহ করা হচ্ছে।আজও উদ্ধার অভিযান চলছে। রেলের কয়েকজন কর্মী ধসের কবলে পড়েছে।মুখ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ মন্ত্রী পিযুষ হাজারিকা মনিপুর গেছেন। তৃণমূল রাজ্য সভাপতি রিপুন বরা মারিগাঁও জেলার শ্রমিক দের খবর নিয়ে ৫,লাখ টাকা করে ক্ষতি পূরণ দাবি করে বলেছেন মনিপুর সরকার নিহত দের ৫লাখ টাকা ক্ষতি পুরন ঘোষণা করেছে। জল মগ্ন শিলচর শহর সামান্য কিছু এলাকাতে জল থাকলেও চারধারে আবজর্না দুর্গন্ধে ভরে গেছে।এন জি ও রা ব্লিচিং পাউডার ছড়াচ্ছে। পাম্প করে সহরের জল বার করা হচ্ছে। আজও বরাক নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে। বেতু কান্দি বাঁধ কাটার অভিযোগ আজ শিলচর থেকে এক ব্যক্তি কে গ্রেফতার করা হয়েছে। শিলচর সহরে আজো বাহন একমাত্র নৌকা।১০০মিটার যেতে গেলেও ৫,০০ , টাকা দাবি করা হচ্ছে।১৫দিন ধরে জলবন্দি মানুষ নানা জল বাহিত রোগে আক্রান্ত হওয়ার খবর আসছে। দূষিত দুর্গন্ধ জল মানুষের বিপদ ঘনিয়ে আসছে। এদিকে উজনে ডিব্রুগর সহর বৃষ্টির জলে ডুবে গেছে।শহরে এক হাঁটু জল। অরুণাচল প্রদেশের সিয়াং নদী উপচিয়ে অসমের গহ পুর , ডোবাচ্ছে
কোন মন্তব্য নেই