Header Ads

অবশেষে পেপার মিলের কর্মচারী রা বকেয়ার টাকা পেলেন

নয়া ঠাহর,গুয়াহাটি:জাগিরোড এবং বরাকের পাঁচগ্রাম পেপার  মিলের প্রায় ২হাজার কর্মচারীকেব ৬০,৬৫মাসের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হল।মোট ৮১০কোটি টাকা আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চেক   প্রদান করেন। গুয়াহাটি সংকর দেব কলা ক্ষেত্রে এই  চেক প্রদান করে মুখ্যমন্ত্রী বলেন এই টাকার মধ্যে ২৫,টাকা র এক ট্রাস্ট গঠন করা হবে।কর্মচারীদের  সুযোগ সুবিধা দেওয়া হবে।কর্মচারী দের  একাংশের স্থায়ী  কর্মস্থানের ব্যবস্থা করার কথাও জানান। মুখ্যমন্ত্রী জানান  জাগিরোড পেপার মিল বন্ধ করে ওই এলাকায় বিধায়ক আবাস গড়ে তোলা হবে।কাছাড় পেপার মিল নতুন করে গড়ে তোলা হবে। তিনি জানান সিঙ্গাপুর সরকার অসমের পরিকাঠামো  গড়তে আর্থিক সাহার্য্যের হাত বাড়িয়ে দিয়েছে।  অসমের রাজধানী দিসপুর কে  পলাশবাড়ী  ও আশপাশের এলাকা তে ছড়িয়ে দেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.