৯জুলাই শান্তিনিকেতনে আর্ন্তজাতিক সাহিত্য সমন্বয় অনুষ্ঠান
আগামী ৯ই জুলাই বোলপুর, শান্তি নিকেতনে একটি আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় অনুষ্ঠান হবে বিশ্ববাংলা সাহিত্য নিকেতন এর আয়োজনে । উক্ত অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশ, ভারতের কলকাতা ও আসামের অসমীয়া শতাধিক কবি লেখক। সাহিত্য সংস্কৃতি ও বিনোদন মূলক এই অনুষ্ঠান বোলপুর পৌরসভার উৎসর্গ মঞ্চে অনুষ্ঠিত হবে। বরপেটার অসমীয়া কবি কাব্য নীলের তত্বাবধানে আসাম থেকে প্রায় সত্তরজন কবি, লেখক ও সাংবাদিক ও গবেষকগণ অংশ গ্রহণ করবেন। আন্তর্জাতিক সাহিত্য সংগঠন বিশ্ববাংলা সাহিত্য নিকেতন এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সুব্রত বোস ও মুক্ত কবি কণ্ঠের প্রতিষ্ঠাতা কাব্য নীল সহ আরো দু'একটি সংগঠনের সাহিত্য ও সংস্কৃতি মনস্ক কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, রবীন্দ্র নৃত্য ও গান, অসমীয়া নৃত্য ও গান, ভিন্ন ভিন্ন ভাষার কাব্য গ্রন্থ ও পৃথক পৃথক ভাবে মোড়ক উন্মোচিত হবে। অনেক গুণী কবি, সমাজ সেবক উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে । বিশ্ববাংলা সাহিত্য নিকেতন এর প্রতিষ্ঠাতা শিলচরের কবি যুথিকা দাস এই মর্মে একটি প্রতিবেদন প্রকাশ করেন।
কোন মন্তব্য নেই