Header Ads

শত বছর বাস করেও বরাকের মুসলিম ভূমি পুত্র বা খিলনজিয়া হতে পারলো না

নয়া ঠাহর,গুয়াহাটি,শিলচর; অসমের  গড়িয়া মরিয়া, দেশি, জলহা ও সৈয়দ এইপাঁচ জনগোষ্ঠী কে ভূমিপুত্র বা খিলনজিয়া   হিসাবে  স্বীকৃতি  দিল অসম মন্ত্রী সভা। প্রায় ৯০লাখ  বাংলামুলের মুসলিম কে বাইরে রাখা হল।বরাকের প্রায় ২০,২৫,লাখ বাংলাভাষী মুসলিম সহ  ব্রহ্মপুত্র উপত্যকার  প্রায় ৪০,৫০লাখ  বঙ্গীয় মুলের মুসলিম সংখ্যা গরিষ্ঠ অংশ কে বাইরে  রাখা হল।এরাই বিধাসভাতে ২৬,২৭জন করে   বিধায়ক  করে পাঠাচ্ছে।   এই জনগোষ্ঠী সরকার গড়তে বড় ফ্যাক্টর। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.