শিলচরে মুম্বাইয়ের শ্রীহট্ট সম্মিলনীর ত্রাণ বিতরণ
.
*পৌরসভার সাফাই কর্মী সহ গাড়ি চালকদের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ*
নয়া ঠাহর ,শিলচর :*আজ অর্থাৎ ৫ই জুলাই ২০২২ ইংরেজি মঙ্গলবার, প্রাক্তন মন্ত্রী তথা মুম্বাইস্থিত শ্রীহট্ট সম্মিলনীর অন্যতম পৃষ্ঠপোষক শ্রীযুক্ত গৌতম রায়ের আর্থিক সাহায্যে তথা জেলা ক্রীড়া সংস্থা শিলচরের ব্যবস্থাপনায় সকাল ৮ টায় শতাধিক শিলচর পৌরসভার সাফাই কর্মী সহ গাড়ির চালকদের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করা হবে।*
*উল্লেখ্য শ্রী গৌতম রায় বন্যা পিড়িত মানুষের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করার জন্য ইতিমধ্যে মুম্বাইয়ের শ্রীহট্ট সম্মিলনীর তহবিলে একলক্ষ টাকা অনুদান করেছেন।*
খাদ্য-সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, খাবার তেল, বিষ্কুট, আলু-পিঁয়াজ ইত্যাদি।
আগামীদিনেও বন্যা পিড়িত মানুষের মানবিক সাহায্যার্থে মুম্বাইস্থিত শ্রীহট্ট সম্মিলনী এগিয়ে আসবে বলে, সম্মিলনীর পক্ষে অন্যতম সদস্য শ্রী সাধন পুরকায়স্থ জানিয়েছেন।
আজকের এই বণ্টনের সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ডাঃ সিদ্ধার্থ শংকর ভট্টাচার্য, সাধারণ সচীব বিজেন্দ্র প্রসাদ সিং, কোষাধক্ষ অনিমেষ সেনগুপ্ত, সহ-সচিব অজয় চক্রবর্তী, শাখা সচীব যথাক্রমে নিলয় পাল, নিরঞ্জন দাশ, আজীবন সদস্য সীমান্ত ভট্টাচার্য, প্রাক্তন সহ-সাধারণ সচীব চন্দন শর্মা প্রমূখ।
কোন মন্তব্য নেই