মণিপুরের ননী জেলার টুপলু পাহাড়ের ধসে আজও ১৬ জন শ্রমিক চাপা পড়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে
নয়া ঠাহর,গুয়াহাটি: মণিপুরের ননী জেলার পাহাড় ধসে আজও উদ্ধার অভিযান চলছে। ১৬ জন নিখোঁজ, ৪৬জন ঘটনা স্থলে নিহত হয়েছে বলে সংবাদ সূত্রের খবর।৫জন আহত কে সঙ্গে নিয়ে অসমের মন্ত্রী পিযুষ হাজারিকা আজ ফিরেছেন। টেরিটরিয়াল আর্মির বেশ কয়েক জন জোয়ান নিহত হয়েছে।ত্রিপুরার বিশালগরের টেরিটরিয়াল আর্মির জোয়ান সঞ্জয় দেবনাথ নিহত হওয়ার খবর এসেছে।অসমের মারিগাঁও জেলার লাহারিঘাট অঞ্চলের ১৩জন শ্রমিক কাজ করতে গিয়ে নিহত হয়েছে। নলবারি লামডিং এর দুজন আছে ,লামডিং এর উপাধ্যায় পদবির এক জন নিহত হয়েছে।
কোন মন্তব্য নেই