ফাঁসি রোডে ১৬টি কন্টেনার সহ মাদক বাজেয়াপ্ত
ফাঁসিরোভে হতে ড্রাগস সহ সরবরাহকারী কে আটক:১৬টি হে'র ইন ভর্তি কন্টেনার জব্দ#
সুনীল রায় নগাঁও ৪জুলাই :সমগ্ৰ রাজ্যের সাথে নগাঁওতে পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত আছে।এই অভিযানের অংশ হিসেবে আজ গোপন সূত্রে খবর পেয়ে নগাঁও হয়বরগাঁও নগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত বিষয়া তরংগ পাটোয়ারী এবং উপ পরিদর্শক পি়ংকু ফুকনের নেতৃত্বে পুলিশে নগাঁওয়ের ফাঁচিরোডে অভিযান চালিয়ে ইক্রামূল আলী নামের একটি ড্রাগস সরবরাহকারী কে আটক করে। পুলিশে ড্রাগস সরবরাহকারী টি হতে ১৬টি হে'র ইন ভর্তি কন্টেনার জব্দ করার উপরে ২০টি খালি কন্টেনার জব্দ করতে সক্ষম হয়।ধৃত ইক্রামূল আলীর ঘর নগাঁওযের দক্ষিণ শিয়ালমারীতে। হয়বরগাঁও নগর পুলিশে বর্তমান ধৃত ড্রাগস সরবরাহকারী টিকে জিজ্ঞাসাবাদ চলিয়ে যাচ্ছে।
কোন মন্তব্য নেই