শিলচরে র বন্যায়"প্রেরণা ভারতী "হিন্দি সংবাদ পত্র ডুবে গেছে ,কারো নজর নেই
অমল গুপ্ত ,,গুয়াহাটি: শিলচর শুধু বাঙালি জনগোষ্ঠীর শহর নয় , অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে এক বিরাট সংখ্যক হিন্দি বাসীর স্থান।তাদের ভাষা সংস্কৃতি অবহেলার নয়।এই বন্যা প্রাকৃতিক বিপর্যয় হিন্দিবাসীদের ও বিরাট ক্ষতি হয়েছে। জাতীয় ভাষা সংস্কৃতির অঙ্গ হিন্দি ভাষার অন্যতম সংবাদপত্র "প্রেরণা ভারতী " বহু প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিয়মিত বেরোচ্ছে।।কিন্ত এই বন্যা প্রায় শেষ করে দিয়েছে।দামি মেশিনপত্র সব ডুবে গেছে।১৫,দিন ধরে জলের তলায়।সব খারাপ হয়ে গেছে তা মেরামত করার আর্থিক ক্ষমতা মালিক গোষ্ঠীর নেই। "নয়া ঠাহর 'পোর্টাল গোষ্ঠীর জাতীয় উপদেষ্টা ,, তথা বিশিষ্ট সাংবাদিক রত্ন জ্যোতি দত্ত ক্ষোভের সঙ্গে বলেন শিলচর শহর শুধু বাঙালি ভাষা গোষ্ঠীদের নয় সব জনগোষ্ঠীর শহর। সেখান থেকে প্রেরনা ভারতীর মত হিন্দি সংবাদপত্র প্রকাশিত হয় অথচ কারো নজর নেই, চরম অবহেলার শিকার। অপুরনীয ক্ষতি হয়ে গেল। কেউ সাহার্য্যের হাত বাড়িয়ে দেবে কি?
কোন মন্তব্য নেই