Header Ads

মণিকার "বেবি লন "শিশুদের পরিচর্যার পবিত্র অঙ্গন

নয়া ঠাহর,  গুয়াহাটি:    ভেটা পাড়ার শঙ্কর মাধব পথে  এর ভবনে  ঢুকে কানে   এল শিশুদের  কলরব । এক মহিলা এক শিশুকে কোলে নিয়ে  ঘুম পাড়াচ্ছেন ।৬মাসের দুটি শিশু ভাত ঘুমে , ৭,৮,জন শিশু টেবিলে বসে খাচ্ছে।৪,৫জন খেলা করছে মনের সুখে। একটি শিশু  কেঁদে উঠলো সঙ্গে সঙ্গে   সবার" মা "   মনিকা  ৬মাসের শিশুটিকে কোলে তুলে ঘুম পাড়ানিয়া গান গাইতে লাগলেন। এই হচ্ছে  "বেবি লন "বা শিশু রক্ষনী   বা Creche  শিশু দের নিরাপত্তা ,পরম স্নেহ ভালবাসার  পবিত্র স্থল। প্রায় ২৫জন শিশু নিয়ে  মনিকা ধরে র সংসার। ,বিগত১৩সাল থেকে  মনিকা তার সন্তানদের লালন পালন করছে।  এই পবিত্র অঙ্গনে শিশুদের জন্ম দিন  ,রবীন্দ্র জয়ন্তী ,বিহু উৎসব নিয়মিত উদযাপন করা হয়।  গান  নাচ ,ছবি  আঁকার ব্যবস্থা ও আছে।এই অঙ্গনে কোনো জাত, পাত  নেই  ভাষা ভাষীর বিভাজন নেই শুধু মাত্র দেব শিশুদের  মিঠা কলরব,  আনন্দ আর  আনন্দ  ।প্রাক্তন সাংবাদিক বিপ্লব ধরের  যোগ্য সহ  ধর্মিনী মনিকা জীবনে সমাজ সেবাকে  জীবনের ব্রত হিসাবে গ্রহণ করার  লক্ষ্যে  এই ক্রেস  গড়ে তোলেন।সমাজের মধ্য বিত্ত শ্রেণীর  অভিভাবরা  সরকারি ,বেসরকারি  কাজে গেলে  সন্তান সন্ততি দের  কিছু সময় নিরাপদ  স্থানে পাঠিয়ে  ,সেবা যত্নের যাতে কোনো  ত্রুটি না হয় তা  সুনিশ্চিত  করার জন্যে এই  শিশু  রক্ষনী গুলোতে পাঠায়। এই এক সম্মানিয় পেশায়    মনিকা নিজেকে উজাড় করে দিয়েছেন। প্রকৃত মা না হয়েও  বর্ণিল,রিপসিং, আইউর দের মায়ের সেবা   যত্নে ভরিয়ে দিয়েছেন।  সহযোগী আঞ্জুমনি দের   পাশে নিয়ে মনিকা সেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত  পবিত্র এক জীবন  সংগ্রামে  লিপ্ত হয়েছেন, যেখানে দেব  শিশুদের আর্শীবাদ পাচ্ছেন  কোনো সন্দেহ নেই। ( ছবি :  ডান্ডি   রাজ ডাহাল)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.