দেশে নতুন করোনার হুমকি ,আবার পোলিও ভাইরাস ফিরে আসছে
নয়া ঠাহর,গুয়াহাটি:দেশে নতুন করে করোনা ভাইরাস বাড়ছে। এর মধ্যে পোলিও মুক্ত ভারত জয়গান গাওয়া দেশে পোলিও ভাইরাস ধরা পড়েছে কলকাতায়। কলকাতার মেটিয়াবুরুজ এলাকার এক নর্দমা থেকে পোলিও র সক্রিয় ভাইরাস ধরা গেছে। এদিকে পশ্চিমবঙ্গ ২৪ ঘন্টায় ২০০০ এর বেশি অসমে ২০০মত সংক্রমণ ধরা পড়েছে।অসমের স্বাস্থ্য মন্ত্রী কেশব মহন্ত রাজ্য বাসীকে সাবধান করে ডেঙ্গু রোগ সম্পর্কে প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহনের পরামর্শ দিয়েছেন।
কোন মন্তব্য নেই