শ্রীহট্ট সম্মিলনী মুম্বাই এর আর্থিক সাহার্য্যে ডি এস এ র ত্রাণ বিতরণ
নয়া ঠাহর ,শিলচর :আজ অর্থাৎ ২রা জুলাই ২০২২ ইংরেজি শনিবার , মুম্বাইস্থিত শ্রীহট্ট সম্মিলনী আর্থিক সাহায্যার্থে জেলা ক্রীড়া সংস্থা শিলচরের ব্যবস্থাপনায় তৃতীয় দিনেও শিলচর জেলা ক্রীড়া সংস্থায় বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়। আজ চার শতাধিক মানুষের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়।
আজকের ত্রাণ বণ্টনে উপস্থিত ছিলেন শ্রীহট্ট সম্মিলনীর পক্ষে সাধন পুরকায়স্থ, রূপম নন্দী মজুমদার, মুন দেব, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, সহ-সভাপতি সুজন দত্ত ও সহ-সভাপতি নন্দদুলাল রায়, সচীব বিজেন্দ্র প্রসাদ সিং, কোষাধক্ষ অনিমেষ সেনগুপ্ত, সহ-সচিব অজয় চক্রবর্তী, শাখা সচীব যথাক্রমে রতন সিং, নিলয় পাল, উৎপল দত্ত, হিমাদ্রি শেখর দাস, নিরঞ্জন দাশ, বিকাশ দাশ, আজীবন সদস্য সীমান্ত ভট্টাচার্য, প্রাক্তন সহ-সচীব চন্দন শর্মা, তথাগত দেবরায়, দীপঙ্কর দেব, প্রীতম দাশ প্রমূখ।
আজ আরও নগদ এক লক্ষ টাকা প্রাক্তন মন্ত্রী তথা শ্রীহট্ট সম্মিলনীর সদস্য গৌতম রায় সম্মিলনীর তহবিলে দান করেন এবং সেই অর্থ শ্রীহট্ট সম্মিলনীর পক্ষে সাধন পুরকায়স্থ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড় এর হাতে তুলে দেন, বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করার জন্য।
কোন মন্তব্য নেই