কেন্দ্রীয় সরকার ৮৪টি ঔষধের দাম বেঁধে দিল
নয়া ঠাহর,গুয়াহাটি:বাজারে ঔষধ সরকারি দামে পাওয়া যায় না।সরকারের কথা কেউ শোনে না। সাধারণ মানুষের দুর্দশা চরমে।নার্সিং হোমের ডাকাতি নিয়ন্ত্রণের মধ্যে নেই। এর মধ্যে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইস অথিরিটি ঔষধের মূল্য নিয়ন্ত্রণ আইনের ২০১৩অনুযায়ী ৮৪টি ঔষধের দাম বেঁধে দিয়েছে।এর মধ্যে সুগার , ডায়াবেটিস,কোলেস্টেরল সহঔষধ ও আছে। এই নির্দিষ্ট দামে না দিলে কড়া শাস্তিন প্রদানের কথা বলা হয়েছে। ঔষধ বিক্রেতা রা তা মানবে কি? তা লাখ টাকার প্রশ্ন। জুলাই মাসের শেষ থেকে এই দাম কার্যকরী হবে।
কোন মন্তব্য নেই