Header Ads

উপগ্রহ র ছবি দেখে শিলচরের বন্যা উদ্ভূত জটিল সমস্যা পর্য্যালোচনা করতে হবে

 ডা ,আই আর ভট্টাচার্য ,।শিলচর 



 শিলচর  আসামের এক গুরুত্বপূর্ণ শহর। কিন্তু আজ প্রাণহীন অবস্থায়। বরাক উপত্যকার মেপ দেখলে বুঝা যায়- বরাক নদীর অববাহিকায় নিম্নভূমি থাকার জন্য উচু স্থান থেকে নেমে জলের গতিবেগ কমে যাওয়ায় সর্পিল গতিপথ (meandering) এবং জল-নিষ্কাশনে যানজট (drainage congestion) সমস্যার সৃষ্টি হয়েছে। তাই উপগ্রহ প্রেরিত চিত্র (satellite imagery) নিয়ে সমীক্ষা ও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া প্রয়োজন। বন্যার জলে দাঁড়িয়ে তাহা সমাধান সম্ভব নয়। ২০১৪ সালে সরকারের দুর্যোগ প্রশমন বিভাগের মারফৎএই ধরণের সমীক্ষা করা হয়েছিল (https://cachar.gov.in/.../dep.../atlas_silchar_cachar.pdf...) - কিন্তু অগ্রগতি বা ব্যবস্থা কি হল প্রশ্ন ? 
প্রায় ৬০ কিঃমিঃ নদীর পরিক্রমা পথের অববাহিকায় নিম্নভূমির জল নিষ্কাশনের সমস্যা সমাধান করার উদাহরণ পৃথিবীর অনেক জায়গায় আছে - শুধু বিশেষজ্ঞদের স্থানীয় ভাবে পরামর্শ নিতে হবে।  আর "বাঁধ ভাঙ্গা" সমস্যা নিয়ে ২০১০ সালে মালয়েশিয়ার এমাসকিরা কোম্পানি (Emaskira Company of Malaysia) জিও-টেক্সটাইল টিউব (Geotextile tubes as submerged dykes) এবং বালি-পাম্পের সাহায্যে কম সময়ে তৈরী করার উদাহরণ আসামের ধেমাজীর জিলার ঢকুয়াখানার মাতমরা থেকে শিশি বরগাঁও অবধি করার অভিজ্ঞতা আছে।  জাপান সরকার আসামে কম সুদে ঋণ দেওয়াতে আগ্রহী বলে জানা গেছে। তাই বন্যার্তদের ত্রাণ আদির ব্যাপার ছাড়াও  সবাইকে সক্রিয় হতে হবে  প্রকৃত দীর্ঘস্থায়ী  সমস্যা সমাধানে । চিত্র ২ ও চিত্র ৩/৪   Drainage Junctions and Congestion Nodes in and around Silchar Town এবং Flood zonation দেওয়া হল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.