Header Ads

অরুণাচলে ক্রমাগত বৃষ্টি অসম কে ভাসাবে, শিলচর আজও ডুবে

নয়া ঠাহর ,গুয়াহাটি:  অরুণাচল প্রদেশের  সিয়াং   নদী ফুলে ফেঁপে অসমের গহপুর ,মাজুলিকে ডুবাচ্ছে।এদিকে বরাকের তিন জেলার বন্যা, শিলচর আজ ১০দিন ধরে ডুবে আছে। কেন্দ্রীয়  মন্ত্রী   রামেশ্বর  তেলি   র  বিমান বৃষ্টির জন্য   শিলচরে নামতে পারেনি।   উত্তর পূর্ব সীমান্ত রেল ওয়ে বন্যার জন্যে শিলচর  নিউ হাফলিং যাত্রীবাহী ট্রেন    আপাতত বন্ধের  সিদ্ধান্ত র কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ বরপেটা বাজালির বন্যা দুর্গত অঞ্চল পরিদর্শন করেন। তিনি প্রশ্ন তোলেন রেলের বাঁধ  ভেঙে যায় না। ঠিকাদারদের নির্মাণ করা বাঁধ ভেঙে পড়ে কেন? আজ শিলচরে র বন্যা দুর্গত এক বাড়ি থেকে  মাত্র ৬,,দিনের এক শিশু কে  আসাম রাইফেলস জোয়ান রা উদ্ধার করে  প্রসংশা অর্জন করেছে। 
 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.