Header Ads

শিলচর শহর আজও অন্ধকারে ডুবে আছে ,সরকার আলো দিচ্ছে না

                         


 নয়া ঠাহর,শিলচর ;বানভাসি শিলচরের জলমগ্ন পরিস্থিতিতে 'আমরা বাঙালী' অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ এক প্রেস বিবৃতিতে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী শিলচরে দুবার  ভ্রমণ করে বলে গেলেন গুয়াহাটি থেকে বিশেষ প্রকৌশলী দল শিলচর এসে বিদ্যুৎ ব্যাবস্থা স্বাভাবিক করতে উদ্যোগ নেবেন, কিন্তু আজ এগারো দিন অতিক্রান্ত হতে চলেছে শিলচর শহরের বিস্তৃন অঞ্চল অন্ধকারে ডুবে আছে। একদিকে বাজারে মোমবাতির অকাল, অন্যদিকে অন্ধকারে নিমজ্জিত এলাকায় সরকারি তরফে মোমবাতি পৌঁছে দেওয়ার কোন ব্যাবস্থা নেই। তাই আমরা এই বিশেষ দিকটি দেখতে সরকার ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলির কাছে আবেদন রাখছি। এখনো কোন কোন গলিতে সাঁতার জল তাদের কাছে এসে সামগ্রী পৌঁছাতে গেলে নৌকা প্রয়োজন, চড়াদামে নৌকা ভাড়া করা যাচ্ছে না বলে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। তেমনি কয়েকটি  সাঁতার জল থাকা গলিগুলির মধ্যে চিত্তরঞ্জন এভিনিউ   সংলগ্ন সংহতি পথ, প্রদীপ লেন ইত্যাদি, এছাড়া ও চিত্তরঞ্জন এভিনিউ সংলগ্ন বেশিরভাগ গলি থেকে জল এখনো ও নামেনি। অন্ধকারে ডুবে থাকা কয়েকটি অঞ্চল পঞ্চায়েত রোড, বিদ্যাসাগর সরনি, নেতাজি সুভাষ এভিনিউ সংলগ্ন অনেক গলি ওচিত্তরঞ্জন এভিনিউ। বিদ্যুৎ বিভাগ থেকে যুদ্ধকালীন তৎপরতায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবী রাখছি। একদিকে জলসরবরাহ বন্ধ, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় মোবাইল চার্জ দেওয়া সম্ভব হচ্ছে না। তাই বিষয়টি নিয়ে কোথাও   কথা বলা যাচ্ছে না। আমাদের দাবী অতিসত্বর ট্রান্সফরমার গুলি নিদিষ্ট নিরাপদ উচ্চতায় তুলে, মানুষের এই অত্যাবশ্যকীয় সেবা বহাল রাখা হউক।                                 
                                   নিবেদক__
                          সাধন পুরুকায়স্ত। 
                সচিব,আমারা বাঙালী, অসম রাজ্য কমিটি ।
 কাছাড় ,শিলচর।।
৩০.৬.২০২২

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.