রাজ পথে নয়, অলি গলিতে ত্রাণ বিতরণ করুন
নয়া ঠাহর, শিলচর : এখনো শিলচর শহরের বিভিন্ন অঞ্চল জলের তলায়। বিধ্বংসী বন্যায় বিদ্ধস্ত বাড়ীঘর। গলিপথে যাদের বাড়ীঘর তাদের খোঁজ নেওয়ার তেমন কেউ নেই। প্রত্যেকেই সাধ্যমত ত্রাণসামগ্রী বিতরণ করেছেন , তা অত্যন্ত প্রশংসনীয়, কিন্তু যা ত্রাণ বন্টন হচ্ছে তার বেশিরভাগই রাজপথে হচ্ছে । অলি-গলিতে যারা জলবন্দি তাদের কাছে সাহায্য খুবই কম পৌঁছচ্ছে। বিশেষ করে যারা বৃদ্ধ বা শিশু তাদের পক্ষে রাজপথে এসে কোন কিছু সংগ্রহ করা সম্ভব নয়। সরকারের পক্ষ থেকে যে ত্রাণ বিতরণ হচ্ছে তা কেবল ত্রাণ শিবিরে আশ্রিত মানুষদের মধ্যেই সীমাবদ্ধ ।
তাই স্বেচ্ছাসেবী সংঘটন থেকে আরম্ভ করে সরকারের কাছে আমাদের আবেদন "রাজপথ ছেড়ে অলিগলিতে যান, অসহায় বানভাসিদের পাশে সাহায্য হাত বাড়ান"।
একই সঙ্গে ক্ষয়ক্ষতির তালিকা তৈরী করে সরকারের কাছে তুলে ধরুন। সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তর থাকা সত্ত্বেও তা অপরিকল্পিত । সরকারি ব্যবস্থা ভেঙে পরেছে। কোটি কোটি টাকার যে ক্ষতি হয়েছে ব্যবসায়ী থেকে আরম্ভ করে সাধারণ মানুষের, সরকার তার ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। দশদিন ধরে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই। তাই ঘরে ঘরে মোমবাতি দেওয়ার পদক্ষেপ নিতেও আমরা আবেদন রাখছি ।
নিবেদক-
সাধন পুরকায়স্থ
সচিব, আমরা বাঙালী , অসম রাজ্য কমিটি ।
শিলচর।
২৯.৬.২০২২
কোন মন্তব্য নেই