Header Ads

অসমের বন্যাকে জাতীয় বিপর্যয় হিসাবে গণ্য করার দাবি তুলে হাইকোর্টের নোটিশ, ডেমোক্র্যাটিক ফ্রন্টের ও একই দাবি

 অমল। গুপ্ত ,গুয়াহাটি,শিলচর : অসমের বন্যা কে জাতীয় বিপর্যয় হিসাবে গন্য করার দাবি জানিয়ে গুয়াহাটি হাই কোর্টের আইনজীবী সন্দীপ চামারিয়া আজ গুয়াহাটি 
   কোর্টে জন স্বার্থ  সম্পর্কিত অভিযোগ দায়ের করেন। হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে নোটিশ দিয়েছেন।   অসমের বন্যার  স্থায়ী সমাধানের দাবি জানানো হয়। বরাকের  ডেমোক্র্যাটিক ফ্রন্ট ও
আসামকে বন্যাক্রান্ত এলাকা বলে একই দাবি তে  সরব।   বানভাসি নাগরিকদের ক্ষতিপূরণ  দিক সরকারকে  - দাবি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের। মুখ্যমন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মা আবার বরাক  যাচ্ছেন।কেন্দ্রীয় মন্ত্ৰী রামেশ্বর তেলি আগামী কাল  যাবেন। বরাকের শিলচর ছাড়াও হাইলাকান্দি  কাতিগড়া, আলগাপুর সব ডুবে বরপেটা  কমলাপুর বাঘ বর প্রভৃতি অঞ্চল ডুবে আছে।। শিলচর আজও ডুবে আছে।শিলচর বিবেকানন্দ  জুনিয়র কলেজের  ছাত্র সাগর আগারওয়াল বিজ্ঞান শাখায় প্রথম স্থান  অধিকার করেও কলেজে  যেতে পারেন নি।বন্যা তে ডুবে আছে কলেজ।
 বি ডি এফ জানায় 
সাম্প্রতিক বন্যায় আসামের ২৮ টি জেলা আক্রান্ত হয়েছে । বন্যাক্রান্তের সংখ্যা ২৫ লক্ষেরও বেশি। এযাবৎ মৃত্যু হয়েছে ১৩০ জনের। ক্ষয় ক্ষতি কত হতে পারে তা অনুমেয়। এই ভয়াবহ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্যকে বন্যাক্রান্ত অঞ্চল বলে সরকারিভাবে ঘোষণা করতে হবে বলে দাবি জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট।

এক প্রেস বার্তায় ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন যে এবারের বন্যার ভয়াবহতা অভুতপূর্ব। বরাক উপত্যকা তথা শিলচর গত একশ বছরে এরকম বন্যা দেখেনি। অন্যান্য জেলার অবস্থাও একই। যদি সরকার এস ডি আর এফ ,এনডিআরএফ, সেনাবাহিনী,বিমান বাহিনী সবাইকে বন্যার উদ্ধার ও ত্রাণকার্যে নিয়োগ করতে পারে তাহলে সরকারিভাবে এই রাজ্যকে বন্যাক্রান্ত ঘোষণা করতে আপত্তি কোথায়? তাই অবিলম্বে এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হোক এবং আমরা দাবি জানাচ্ছি এরপর নিয়ম অনুযায়ী যে ব্যাক্তিগত স্তরে নাগরিক দের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাঁর সম্পুর্ন ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে।

প্রদীপ বাবু আরো বলেন যে বরাক উপত্যকায় এই বন্যা শুরুর আগে থেকে এযাবৎ প্রসাশনিক তৎপরতা ও উদ্ধারকার্য যে যথাযথ ছিলনা তা বোঝার জন্য বিশেষ কষ্ট করার দরকার নেই। শুধু সামাজিক মাধ্যমে চোখ রাখলে বা আম নাগরিকদের সাথে একটু কথা বললেই তা জলের মতো স্পষ্ট হয়ে যাবে। তিনি বলেন এও হতে পারে স্থানীয় সাংসদ ,বিধায়ক,বা প্রশাসনিক আধিকারিকরা এই ব্যাপারে তাঁদের ব্যার্থতা ঢাকতে মুখ্যমন্ত্রীকে ভুল বোঝাচ্ছেন। তিনি আরো বলেন যে বেথুকান্দি বাঁধ কাঁটার ব্যাপার ঘটেছে ২০ দিন আগে। এ ব্যাপারে স্থানীয় জল সম্পদ তথা সেচ বিভাগের কর্তারা শুধু একটি মামলা করা ছাড়া কেনো কোন প্রতিরোধ মূলক ব্যাবস্থা নেননি, কেনই বা প্রশাসন জনগনকে যথাসময়ে সতর্ক করেননি সেসব প্রশ্নের উত্তর চাই। 

বিডিএফ আহ্বায়ক বলেন যে বরাকের বিভিন্ন অঞ্চল থেকে যদি স্বেচ্ছাসেবীরা উদ্ধার ও ত্রানে এগিয়ে না আসতেন তাহলে এই বিপর্যয়ের ফল অনেক মারাত্মক হত কারণ সরকারি সাহায্য প্রান্তিক জায়গায় একেবারেই পৌঁছয় নি। তিনি বলেন এই উপত্যাকার যুবকরা যে মানুষের প্রয়োজনে স্বেচ্ছায় অপরিসীম ঝুঁকি ও শ্রম দিতে পারে তা দেখিয়ে দিয়েছে। তিনি বলেন একজন উপত্যাকাবাসী হিসেবে এই যুবপ্রজন্মের জন্য আমি গর্ববোধ করছি এবং সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

প্রদীপ বাবু বলেন এবারের বন্যায়  পরিকাঠামো গত যা ক্ষতি হল তা যত শীঘ্র সম্ভব মেরামত করা জরুরি। একই সাথে ভবিষ্যতে যাতে এমন বিপদ এড়ানো যায় তারজন্য যথার্থ পরিকল্পনা তথা পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই তিনি কেন্দ্রীয় সরকারকে এই ব্যাপারে অবিলম্বে সচেষ্ট হবার আহ্বান জানিয়েছেন।

বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.