তৃণমূল চিত্ত পালের মত যোগ্য নেতাকে হারাল
নয়া ঠাহর,গুয়াহাটি: প্রাক্তন সাংসদ, প্রাক্তন মন্ত্রী রিপুন বরার মত উজ্জ্বল ব্যক্তিত্ব কে তৃণমূলের অসম রাজ্য সভাপতি পদে বসানোর পর মনে করা হয়েছিল তিনি তাঁর কার্য্যবাহি কমিটিতে উপযুক্ত ব্যক্তিদের বেছে নেবেন। কিন্তু তিনি কলকাতার কিছু মানুষের কথা শুনে প্রায় চার দশক থেকে কংগ্রেস দলের বিভিন্ন পদ অলংকৃত করা নগাঁও জেলার অভিজ্ঞ দক্ষ ব্যক্তি চিত্ত পাল কে উপযুক্ত পদে বসালেন না। অন্য সাদামাটা তৃণমূল পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে একই সারিতে বসালেন।তাই স্বাভাবিক চিত্ত পাল পদত্যাগ করলেন। অসমে তৃণমূল এখনো জমি তৈরি করতে পারেনি। ত্রিপুরা তে ভাল পজিশন নেই। বিজেপি র সংঙ্গে সম্পর্ক রাখা ব্যক্তিদের বড় পদ দিয়েছেন রিপুন বরা। এক ভাইস প্রেসিডেন্ট তো খাস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মানুষ বলেও অভিযোগ উঠতে শুরু করেছে। চিত্ত বলেন রাজ্যের বাঙালি সংগঠনগুলো তার সঙ্গে আছে। কলকাতার এক সূত্রের খবর চিত্ত পাল কে তৃণমূলে ফেরার অনুরোধ করতে পারে। রাজ্য সভাপতি ও তাই চাইছেন।এদিকে কংগ্রেস দলের শতাধিক সদস্য অগপ দলে যোগ দিলেন বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই